Pakistan Election 2024 results: জেলে বসেই ইমরানের 'ম্যাজিক স্পেল'! বোল্ড আউট শরিফ-ভুট্টোরা - Bengali News | Pakistan Election 2024 results: Imran Khan's PTI candidates take early lead - 24 Ghanta Bangla News

Pakistan Election 2024 results: জেলে বসেই ইমরানের ‘ম্যাজিক স্পেল’! বোল্ড আউট শরিফ-ভুট্টোরা – Bengali News | Pakistan Election 2024 results: Imran Khan’s PTI candidates take early lead

0

শরিফ-ভুট্টোদের পিছনে ফেলে ছুটছে ইমরানের রথ Image Credit source: AFP

ইসলামাবাদ: জেলে বসেই ম্যাজিক দেখাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এবারের নির্বাচনে তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। দলীয় প্রতীকে লড়তে পারছে না তাঁর দলের কেউই। বদলে বেগুন প্রতীক নিয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রার্থীরা। ভোটগণনার প্রাথমিক প্রবণতা বলছে, জয়ের বিষয়ে এগিয়ে আছে তারাই। বৃহস্পকিবার বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর, গণনা শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, ১২৫টি আসনে এগিয়ে রয়েছে ইমরান খানের প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরিফের পিএমএল-এন প্রার্থীরা এগিয়ে মাত্র ৪৪টি আসনে। আর বিলাওয়াল ভুট্টো-জারদারির পাকিস্তান পিপলস পার্টি এগিয়ে মাত্র ২৮ আসনে। ৩৩৬ আসনের পাকিস্তান লোকসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৬৯টি আসন।

সরকারিভাবে এখনও হাতে গোনা কয়েকটি আসনের বাইরে ফল ঘোষণা করা হয়নি। ভোটগ্রহণ শেষ হওয়ার ১১ ঘণ্টারও বেশি সময় পর, স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে ৪টায় প্রথম আসনের ফল ঘোষণা করা হয়। সেই আসনটিতে জয় পেয়েছে পিটিআই। এরপর আরও তিনটি আসনের ফল ঘোষণা করা হয়েছে। তার একটি গিয়েছে ইমরানের ঝুলিতে, বাকি দুটি নওয়াজের। তবে, স্থানীয় স্তরে গণনার উপর ভিত্তি করে, পাক সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, জয়ের বিষয়ে এখনও পর্যন্ত সবার আগে রয়েছে ইমরান খানের দলই। অথচ, এইবারের নির্বাচনে পিএমএল-এন’ই সবথেকে বেশি আসন জিতবে বলে মনে করা হয়েছিল। নওয়াজ শরিফের উপর পাক সামরিক নেতৃত্বের আশীর্বাদও ছিল।

ফলাফলে অবশ্য দেখা যাচ্ছে, মুখ থুবরে পড়েছে শরিফ-ভুট্টোরা। জয়ের আভাস পেতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ইমরান। তিনি লিখেছেন, “জনগণের ইচ্ছাকে ক্ষুণ্ণন করার জন্য সম্ভাব্য প্রতিটি পদ্ধতি অবলম্বন করা সত্ত্বেও, আমাদের জনগণ আজ ব্যাপক হারে ভোট দিয়ে তাঁদের মতামত জানিয়েছেন। আমরা বারবার বলেছি, সময়ের দাবিতে যে ধারণার জন্ম হয়, কোনও শক্তি তাকে পরাজিত করতে পারে না।” তবে, এরপরও ভোট লুঠ হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, এখন এই ভোটকে রক্ষা করা গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তে নওয়াজ শরিফ-ভুট্টোরা কোনও চাল চালতে পারেন বলে াশঙ্কা করছেন কাপ্তান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x