বাংলাদেশি হিন্দুদের ভারতে ঠাঁই দিতে হবে, দাবি তুলে দিল্লি যাচ্ছেন কার্তিক মহারাজ - 24 Ghanta Bangla News

বাংলাদেশি হিন্দুদের ভারতে ঠাঁই দিতে হবে, দাবি তুলে দিল্লি যাচ্ছেন কার্তিক মহারাজ

0

বাংলাদেশে মৌলবাদীদের নির্যাতনের শিকার হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়ার দাবি জানাতে দিল্লি যাচ্ছেন পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ। ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা আশ্রমের প্রধান কার্তিক মহারাজ জানিয়েছেন, দিল্লিতে ভারত সরকারের শীর্ষকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি রাখবেন তিনি। একই সঙ্গে এই দাবি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও তিনি কথা বলবেন বলে জানিয়েছেন কর্তিক মহারাজ।

সংবাদমাধ্যমকে কার্তিক মহারাজ বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের অবস্থা দেখলে হতাশা হয়। তাই রবীন্দ্রনাথের উক্তি ‘যদি তোর ডাক শুনে কেউ…’ পাথেয় করে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের হিন্দুদের সীমান্ত পার করে এদেশে আনা ও তাঁদের বসবাসে ব্যবস্থার দাবি জানাব। তারা তো অনুপ্রবেশকারী নয়। তারা হচ্ছে শরণার্থী। তারা ধর্ম পালন করার অধিকার রক্ষা করতে ওখান থেকে চলে আসতে বাধ্য হচ্ছেন। তাদের যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করা।’

একই সঙ্গে পশ্চিমবঙ্গে একের পর এক দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির গা ছাড়া মনোভাবেরও সমালোচনা করেছেন তিনি। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে একের পর এক দুর্নীতি মামলার তদন্ত নিয়েও আমি হতাশ। তাই দিল্লি গেলে সিবিআইয়ের ভূমিকা নিয়েও আলোচনা হবে।’

কার্তিক মহারাজের দাবি নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘ভারতীয় জনতা পার্টি সব সময় সনাতনী হিন্দুদের পাশে রয়েছে। ইতিমধ্যে ভারত সরকার বাংলাদেশি হিন্দুদের ভারতীয় নাগরিকত্ব দিতে CAA তৈরি করেছে। এছাড়াও দীর্ঘমেয়াদী ভিসার মাধ্যমে বহু বাংলাদেশি হিন্দু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসীরা ভারতে রয়েছেন। কার্তিক মহারাজের দাবি ন্যায্য।’

 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x