নাগরদোলা থেকে ছিটকে পড়ে নিহত সপ্তদশী, বাংলার মুখ

নাগরদোলা থেকে ছিটকে পড়ে মৃত্যু হল এর কিশোরীর। ঘটনা সুন্দরবনের প্রত্যন্ত কুমিরমারি এবাকরায়। নিহত কিশোরী সায়ন্তিনী মণ্ডল (১৭) স্থানীয় স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। এই ঘটনায় নাগরদোলা মালিককে গ্রেফতার করেছে পুলিশ। যান্ত্রিক ত্রুটির ফলে দুর্ঘটনা, না কি ছাত্রীর কোনও ভুলে ঘটল অঘটন জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে কুমিরমারি পঞ্চায়েতের উদ্যোগে বিশাল মেল বসেছে সেখানে। মঙ্গলবার সন্ধ্যায় সেই মেলায় নাগরদোলায় ওঠে সায়ন্তিনী ও তাঁর ৩ বন্ধু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাগরদোলা একটু গতিতে ঘুরতে শুরু করতেই ছিটকে পড়েন সায়ন্তিনী। উঁচু থেকে মাটিতে পড়ে ঘাড়ে ও মাথায় আঘাত পায় কিশোরী। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্পিড বোটে ধামাখালি নিয়ে যান উদ্ধারকারীরা। সেখান থেকে অ্যাম্বুল্যান্সে করে আনা হয় কলকাতার বেলভিউ ক্লিনিকে। রাতে সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ওদিকে এই ঘটনার পর বন্ধ হয়ে যায় নাগরদোলা। ঘটনাস্থলে পৌঁছন সুন্দরবন কোস্টাল থানার আধিকারিকরা। ঘটনাস্থল খতিয়ে দেখেন তাঁরা। এর পর নাগরদোলার মালিক অমল বৈদ্যকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে গাফিলতির জেরে মৃত্যুর ধারায় মামলা রুজু হয়েছে।
তবে নাগরদোলা থেকে কিশোরী কী ভাবে ছিটকে পড়ল তা বলতে পারছে না কেউ। গোটা ঘটনা জানতে কিশোরীর বন্ধুদের জেরা করা হচ্ছে। গাফিলতি, দুর্ঘটনা না কি ঘটনায় অন্য রহস্য রয়েছে তা জানতে চেষ্টা করছেন তদন্তকারীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমেছে।