IND vs AUS: গোলাপি টেস্ট নিয়ে ভারতকে হুঁশিয়ারি হ্যাজলউডের ‘পরিবর্ত’র – Bengali News | ‘I’m in a really good spot’ Boland prepares to take over Hazlewood’s pink ball duties
পারথ টেস্টেও অজি স্কোয়াডে ছিলেন। তিন স্পেশালিস্ট হিসেবে খেলেছিলেন ক্যাপ্টেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও বাঁ হাতি মিচেল স্টার্ক। অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ। গোলাপি বলে দিন-রাতের টেস্ট থেকে ছিটকে গিয়েছেন জশ হ্যাজলউড। স্কোয়াডে যোগ করা হয়েছে শন অ্যাবট ও ব্রেন্ডন ডগেটকে। দু-জনই আনক্যাপড। তেমনই পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শের ব্যাক আপ হিসেবে আগেই নেওয়া হয়েছিল বিউ ওয়েবস্টারকে। মার্শ ফিট থাকলে তাঁর প্রয়োজন পড়বে না। তবে দুই আনক্যাপডকে নেওয়া হলেও গোলাপি টেস্টে তৃতীয় পেসার হিসেবে খেলবেন স্কট বোল্যান্ডই।
অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শুরু ৬ ডিসেম্বর। তার আগেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন। হোম টেস্টে তাঁর পারফরম্যান্স নজরকাড়া। ৬ ম্যাচে নিয়েছেন ২৮ উইকেট। গোলাপি টেস্টে অস্ট্রেলিয়ার অস্ত্র হয়ে উঠতে পারেন স্কট বোল্যান্ড। পারথ টেস্টের সময় গোলাপি বলে প্রস্তুতি চালিয়ে গিয়েছেন একাদশের বাইরে থাকা প্লেয়াররা। এর মধ্যে অন্যতম স্কট বোল্যান্ড। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার একাদশের হয়ে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের স্কোয়াডেও রয়েছেন। গোলাপি টেস্ট নিয়ে কী বলছেন?
অস্ট্রেলিয়ার পেসার বলেন, ‘মরসুমের শুরু থেকে প্রচুর ম্যাচ খেলেছি, তা নয়। তবে যে ভাবে প্রস্তুতি সেরেছি, তাতে ভালো জায়গায় রয়েছি। ফিটনেসের দিক থেকে দুর্দান্ত লাগছে। পারথে জশ ইংলিশের সঙ্গে নেট সেশনে গোলাপি বলেও প্রস্তুতি সেরেছি। ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন আরও কিছুটা সুযোগ পেতে পারি। অ্যাডিলেড টেস্টের আগে আরও প্রস্তুতি হবে। তবে সার্বিক ভাবে আমি খেলতে প্রস্তুত।’
এই খবরটিও পড়ুন
পারথ টেস্টে ভারতকে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট করা। সেখান থেকে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হার। অস্ট্রেলিয়া শিবিরে আতঙ্কের পরিস্থিতি তৈরি করেছে। স্কট বোল্যান্ড অবশ্য বলছেন, ‘আমাদের মধ্যে কোনও প্যানিক কাজ করছে না। কয়েকজনের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়েছে। তবে একটা ম্যাচ হার মানেই সব শেষ হয়ে গিয়েছে তা নয়। ভারতের প্রত্যেক ব্যাটারকে নিয়ে আলোচনা হয়েছে। ওদের জন্য পরিকল্পনাও প্রস্তুত।’