কলকাতায় খোদ ‘পুষ্পা’! আনন্দে আত্মহারা আল্লু ভক্তরা – Bengali News | Allu arjun pushpa 2 promotional city tour of 6 cities increases to 7 with kolkata also added
মুক্তির এখনও ২৬ দিন বাকি। এর মধ্যেই এই ছবি নিয়ে হাইপ তুঙ্গে। তৈরি আল্লু অর্জুনের আর্মিরা। আগামী ১৫ নভেম্বর পটনায় অনুষ্ঠিত হতে চলেছে এই ছবির ট্রেলার রিলিজ ইভেন্ট। এরই মধ্যে সুখবর শোনাল পুষ্পা টিম। ছবির প্রচারের জন্য সাবার ভারত ঘুরতে চলেছে এই টিম। ভারতের সাতটি মেট্রো সিটিতে হতে উঠতে চলেছে পুষ্পা ঝড়। হাজির থাকবেন খোদ আল্লু অর্জুন। আর সাত শহরের মধ্যে জায়গা করে নিয়েছে কলকাতাও। বাকি শহরগুলি টনা, কোচি, চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দরাবাদ।
পুষ্পার এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। তাতে লেখা, “ভারতের বৃহত্তম চলচ্চিত্রের জন্য রয়েছে একগুচ্ছ ইভেন্ট। সারা দেশে ‘পুষ্প ২’ ইভেন্টের জন্য প্রস্তুত হও।” দেশব্যাপী পুষ্পা ট্যুর শুরু হচ্ছে পটনা থেকে। এরপর কলকাতা হয়ে চেন্নাই, কোচি, ব্যাঙ্গালোর ও সবশেষে বেছে নেওয়া হয়েছে হায়দরাবাদ।
২০২১ সালে মুক্তি পেয়েছিল পুষ্পার প্রথম পর্ব। বক্স অফিসে ঝড় তুলেছিল ওই ছবি। গান, অভিনয় সবই সুপারহিট। আবারও ফিরছে পুষ্পারাজ। তাঁর রাজত্ব আমজনতার কতটা মনে ধরে এখন সেটাই দেখার। বিশ্বব্যাপী এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৫ ডিসেম্বর।
MASSIVE EVENTS lined up for the BIGGEST INDIAN FILM ❤️🔥
Get ready for #Pushpa2TheRule events across the country 🤩
📍PATNA 📍KOLKATA📍CHENNAI📍KOCHI📍BENGALURU📍MUMBAI📍HYDERABAD
Let’s begin with the BIGGEST TRAILER LAUNCH EVENT at Patna 🔥#Pushpa2TheRuleOnDec5th
Icon Star… pic.twitter.com/qF0n2aOuZ6
— Pushpa (@PushpaMovie) November 9, 2024