VIDEO: বুকে যন্ত্রণা, ছটফট করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন বৃদ্ধ যাত্রী, দেবদূত হয়ে প্রাণ বাঁচালেন টিটিই – Bengali News | Passenger Felt Sudden Chest Pain, TTE Saves his life by Giving CPR in Train, Watch Heart Touching Video
যাত্রীকে সিপিআর দিচ্ছেন টিটিই।Image Credit source: X
পটনা: হঠাৎ বুকে ব্যথা, চলন্ত ট্রেনেই গুরুতর অসুস্থ যাত্রী। তবে টিটিই-র তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীর। টিটিই সিপিআর দিয়ে প্রাণ বাঁচালেন যাত্রীর। ভারতীয় রেলওয়ের পোর্টালে সাহায্য চাইতেই নিমেষে ব্যবস্থা করে দেওয়া হল সব।
বিপি করণ (৬৫) নামক ওই ব্যক্তি তাঁর ভাইয়ের সঙ্গে বিহারের দ্বারভাঙ্গা থেকে উত্তর প্রদেশের বারাণসীতে যাচ্ছিলেন। পবন এক্সপ্রেসের এসি ওয়ান কোচে ছিলেন তাঁরা। হঠাৎই তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাঁর ভাই প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে বেগতিক বুঝে তিনি ভারতীয় রেলওয়ের পোর্টাল ‘রেলমদদ’-এ গিয়ে সাহায্যের আবেদন করেন।
टीटीई ने रेल यात्री को दिया ‘जीवन दान’
बिहार के दरभंगा से वाराणसी जा रही 11062 पवन एक्सप्रेस में सफर के दौरान एक यात्री को हार्ट अटैक आने पर ट्रेन में तैनात टीटीई ने बिना समय गंवाए फ़ोन पर डॉक्टर के निर्देशानुसार उसे सीपीआर दिया, जिससे यात्री की जान बच सकी। pic.twitter.com/9WgRGNKjNm
— Ministry of Railways (@RailMinIndia) September 25, 2024
সেই সময় বিহারের সোনপুরে ঢুকছিল ট্রেনটি। বার্তা পেয়ে সঙ্গে সঙ্গে টিকিট পরীক্ষক সবিন্দ কুমার ছুটে আসেন। তিনি ওই ব্যক্তির অবস্থা দেখে চোখে মুখে জল দিতে থাকেন। জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। এর মধ্যে অসুস্থ ব্যক্তিক ভাই তাদের পারিবারিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি সিপিআর দেওয়ার পরামর্শ দেন।
অত্যন্ত তৎপরতার সঙ্গে টিটিই ওই ব্যক্তিকে সিপিআর দিতে শুরু করেন। ১৫ মিনিট ধরে সিপিআর দেন তিনি। ভিডিয়ো কলে পদ্ধতি বলে দিচ্ছিলেন চিকিৎসক। এরপরে জ্ঞান ফেরে ওই ব্যক্তির। পরে ছাপড়া স্টেশনে ট্রেন পৌঁছতেই রেলের তরফেই ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে স্থিতিশীল রয়েছেন ওই ব্যক্তি।
সোশ্য়াল মিডিয়ায় বর্তমানে ভাইরাল এই ভিডিয়ো। টিটিই-র ভূমিকাকে বাহবা জানিয়েছেন সকলে। সোনপুর রেলওয়ে বিভাগের ম্যানেজার বিবেক ভূষণ সুদ টিটিই-র কাজের প্রশংসা করে একটি সার্টিফিকেট ও ৫০০০ টাকা অর্থ পুরষ্কার দিয়েছেন।