অরিজিত সিংয়ের গান দিয়েই প্রেমের ইস্তেহার সুকেশের, জেল থেকে ফের প্রেমপত্র জ্যাকলিনকে – Bengali News | Conman sukesh dedicates arijit song to Jacqueline Fernandez
সুকেশ চন্দ্রশেখর এবং জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে বিতর্ক থামার নয়। তবে বর্তমানে নায়িকার থেকে কোনও গুরুত্বই পাচ্ছেন না তিনি। এই মুহূর্তে দিল্লির কারাবাসে রয়েছেন সুকেশ। সেখান থেকেই জ্যাকলিনকে চিঠির পর চিঠি লিখেছেন তিনি। কখনও তিনি ছবি আঁকেন। কখনও আবার প্রেমর উদযাপন করেন এই চিঠির মাধ্যমেই। এবার জ্যাকলিনকে প্রেমের ইস্তেহার দিলেন অরিজিত্ সিংয়ের গানের লাইন তুলে। বর্তমানে গায়কের একটি গান খুবই জনপ্রিয় হয়েছে। ‘লাপাতা লেডিজ’ ছবির ‘সজনী রে’ গানটি এখন সকলের মুখে মুখে। সেই গান দিয়েই নিজের প্রেমের ইস্তেহার দিলেন সুকেশ। তবে প্রতিবারের মতো এবারেও মুখে কুলুপ নায়িকার। চিঠি পেয়ে কোনও মন্তব্য করেননি জ্যাকলিন।
আর্থিক তছরুপি কাণ্ডে জেল হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে কনম্য়ান সুকেশ এবং জ্যাকলিন। তবে তাঁর সঙ্গে কি আদৌ সম্পর্ক ছিলেন নায়িকা? সেই উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি। এই কাণ্ডের পর থেকে জ্য়াকলিন সুকেশের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন। কিন্তু সুকেশ এখনও নায়িকার প্রেমে পাগল। জেলে বসেই নায়িকার জন্য একগুচ্ছ চিঠি লেখেন। এ দিকে এক সময় জ্যাকলিনকে নাকি অনেক ছবিতে সুযোগ করিয়ে দেওয়ার লোভ দেখিয়েছিলেন এই সুকেশ। তাঁর সম্পত্তির পরিমাণও কম নয়। তাই জ্যাকলিনকে বিপুল জিনিস উপহার দিয়েছিলেন। ইডি সূত্রে জানা গিয়েছে ৫২ লক্ষ টাকার সাদা ঘোড়া ও ৯ লক্ষ টাকার পারশিয়ান বিড়াল অভিনেত্রীকে উপহার দিয়েছিলেন ওই ব্যক্তি। এ ছাড়াও দুই জোড়া হীরের কানের দুল, দুটি হারমাস ব্রেসলেট, বার্কিন ব্যাগ, দামী গাড়ি এসবই ছিল উপহারের তালিকায়। অন্যদিকে ইডিকে দেওয়া জ্যাকলিনের বয়ান অনুযায়ী, ২০১৭ থেকে সুকেশকে তিনি চেনেন। তাঁর দাবি অগস্ট মাসে প্রতারণায় অভিযুক্ত হয়ে গ্রেফতার হওয়ার পর সুকেশের সঙ্গে তাঁর আর কথা হয়নি।