Suhrita Paul: অধ্যক্ষ পদেই যোগ দিলেন সুহৃতা পাল, এবার বারাসত মেডিক্যাল – Bengali News | Suhrita paul join as principle at barasat medical college hospital

সুহৃতা পাল বারাসত মেডিক্যালে।Image Credit source: TV9 Bangla
বারাসত: বহু বিতর্কের অলি গলি কাটিয়ে অবশেষে কাজে যোগ দিলেন সুহৃতা পাল। বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হিসাবে যোগ দিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল। তবে সেদিন যোগ দেননি তিনি। শুক্রবার কাজে যোগ দিয়ে শুধু বলেন, “হ্যাঁ জয়েন করেছি।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
এরপর সাংবাদিকরা একাধিক প্রশ্ন এমনকী আরজি কর নিয়ে জানতে চাইলেও শুধু বলে গিয়েছেন “কোনও মন্তব্য নেই আমার। কোনও কথা বলব না। নো কমেন্টস।” সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পর সুহৃতা পাল আরজি করের দায়িত্ব পান। কিন্তু তাঁর স্বচ্ছতা নিয়ে এর আগেই প্রশ্ন উঠে রয়েছে। ফলে তাঁকে হাসপাতালে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়। এরপরই স্বাস্থ্যভবন নয়া নির্দেশিকা জারি করে।
যেখানে বলা হয়, আরজি করের নতুন অধ্যক্ষ হলেন মানস বন্দ্যোপাধ্যায়। সুহৃতা পাল বারাসত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হলেন। তবে বৃহস্পতিবার বারাসত মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল মানসকুমার বন্দ্যোপাধ্যায় আরজি করে যোগ দিলেও নতুন অধ্যক্ষ আসেননি। বারাসত মেডিক্যালকলেজের এমএসভিপি অভিজিৎ সাহা দেখভালের দায়িত্ব নেন। এরইমধ্যে শুক্রবার দুপুরের পর সুহৃতা পাল বারাসত মেডিক্যাল কলেজে যান।