Rituparna Sengupta, Durga Puja 2024: এবার দুর্গাপুজোয় মুম্বইবাসীকে বিরাট বড় চমক দিতে চলেছেন ঋতুপর্ণা - Bengali News | Rituparna Sengupta, Durga Puja 2024: what is Rituparna Sengupta's plan? - 24 Ghanta Bangla News

Rituparna Sengupta, Durga Puja 2024: এবার দুর্গাপুজোয় মুম্বইবাসীকে বিরাট বড় চমক দিতে চলেছেন ঋতুপর্ণা – Bengali News | Rituparna Sengupta, Durga Puja 2024: what is Rituparna Sengupta’s plan?

0

দীপিকা ডায়েট
অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোনের রূপ যেন দিন-দিন ফেটে পড়ছে। কীভাবে নিজেকে ধরে রেখেছেন তিনি? পেস্ট্রি থেকে সামোসা, খাচ্ছেন ইচ্ছে মতো খাবার। আর সেই সিক্রেট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ডায়েট মানে অনেকেই মনে করেন কম খাওয়া। তা একেবারেই নয়। বরং শরীরের কথা শুনে খাওয়ায় ব্যালান্স রাখাই হল ডায়েই। তিনিও ঠিক তাই করেন।

প্রিয়াঙ্কার জন্মদিনে নিক
প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনে সকাল সকাল ভালবাসায় ভরিয়ে দিলেন তাঁর স্বামী নিক জোনাস। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে পিগি চপসকে জানালেন শুভেচ্ছা। লিখলেন, সেই মহিলাটি তুমিই। আমি কত ভাগ্যবান। শুভ জন্মদিন প্রিয়।

জানেন তৃপ্তীর পারিশ্রমিক
রাত পোহালেই অভিনেত্রী তৃপ্তী দিম্রির ছবি ব্যাড নিউজ মুক্তি পেতে চলেছে। অ্যানিম্যাল ছবির উষ্ণ দৃশ্যে নজর কাড়া সেই তৃপ্তী এখন বলিপাড়ার হট টপিক। রাতারাতি বাড়িয়েছেন পারিশ্রমিকও। আগে ৪০ লাখে ছবির প্রস্তাব গ্রহণ করলেও বর্তমানে তাঁর দর বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি টাকা।

ডিভোর্সের পোস্টে অভিষেকের প্রতিক্রিয়া
অনেকদিন থেকেই তারকা দম্পতি ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার একটি ডিভোর্সের পোস্টে লাইক দিলেন অভিষেক। এই ঘটনার পর তাঁর ও ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদের রটনাকে অনেকে সত্যি হিসেবেই ধরে নিয়েছেন।

মা হলেন রিচা চড্ডা
মা হলেন রিচা চড্ডা। কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে তিনি জানান, ১৬ জুলাই তাঁর ও আলি ফজ়লের সংসারে এসেছে নতুন সদস্য। একরত্তির আগমনে দুই তারকার পরিবারেই এখন খুশির হাওয়া।

বিলাসবহুল সম্পত্তি কিনলেন আথিয়া-রাহুল
ক্রিকেটার কে এল রাহুল ও আথিয়া শেট্টি বলিউডের নতুন প্রজন্মের তারকা দম্পতিদের মধ্যে অন্যতম। সম্প্রতি, তাঁরা একটি নতুন সম্পত্তি কিনেছেন। সূত্রের খবর, মুম্বইয়ের পালি হিল এলাকায় দম্পতি একটি ফ্ল্যাট কিনেছেন তাঁরা। ৩ হাজার ৩৫০ বর্গফুট বিস্তৃত ফ্ল্যাটটি কিনতে তাঁরা খরচ করেছেন ২০ কোটি টাকা।

ঘরে ফিরলেন নাতাশা
হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাশা যে ভারত ছাড়ছেন সে খবর আগেই মিলেছিল। নিজেই জানিয়েছিলেন তিনি। জানা গিয়েছিল নিজের দেশ সার্বিয়ার ফিরছেন তিনি। সেখানে পৌঁছে এল তাঁর প্রথম পোস্ট। বাড়ি থেকে ছবি দিয়ে লিখলেন, “আমার মিষ্টি বাড়িটা”। শুধু তাই নয়, ছেলের ছবিও শেয়ার করেছেন তিনি।

বিয়েবাড়ি নিয়ে পার্নোর প্রশ্ন
চলছে বিয়ের মরশুম। বিয়ে করেছেন আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি। তিনি বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টকে। অন্যদিকে বিয়ে করলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। এই সব দেখে একটি সোশাল মিডিয়া পোস্ট করেছেন অভিনেত্রী পার্নো মিত্র। তিনি সরাসরি প্রশ্ন করেছেন, “পরবর্তী বিয়ে কার?” হাসির ইমোজি শেয়ার করে লিখেছেন, “খালি ভাবছি এর পর কে বিয়ে করছেন। আমার নয়, আপনারও নয় আশা করি।”

এবার মুম্বইয়ের পুজোর আকর্ষণ ঋতুপর্ণা
প্রত্যেকবারই মুম্বইয়ে পালিত হয় দুর্গাপুজো। এবার দুর্গাপুজোয় মুম্বইবাসীকে বিরাট বড় চমক দিতে চলেছেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। এর জন্য তিনি হাত ধরেছেন মুম্বই বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন (MBCA)’-এর। তিনি বলেছেন, “গত দু’বছর সাফল্যের সঙ্গে দুর্গা পুজো পালন করেছে MBCA। এবার তাঁদের সঙ্গেই আমি হাত মিলিয়েছি। জাতীয় স্তরে আরও বড় হবে পুজো। গর্বা, ধুনুচি নাচ এবং দেশের অন্যান্য বড় উৎসবগুলিকে পালন করতে চাইছি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x