Lionel Messi: মেসি হাসলেন, মেসি কাঁদলেন... সাক্ষী রইল ফুটবলবিশ্ব, কোপা জিতে কী করলেন চ্যাম্পিয়নরা? - Bengali News | Lionel Messi and other Argentina players celebrate Copa America 2024 title, Messi's tears turn into joy - 24 Ghanta Bangla News

Lionel Messi: মেসি হাসলেন, মেসি কাঁদলেন… সাক্ষী রইল ফুটবলবিশ্ব, কোপা জিতে কী করলেন চ্যাম্পিয়নরা? – Bengali News | Lionel Messi and other Argentina players celebrate Copa America 2024 title, Messi’s tears turn into joy

0

Lionel Messi: মেসি হাসলেন, মেসি কাঁদলেন… সাক্ষী রইল ফুটবলবিশ্ব, কোপা জিতে কী করলেন চ্যাম্পিয়নরা?Image Credit source: AFP

কলকাতা: কয়েক মুহূর্তর জন্য লিওনেল মেসির প্রাণ যেন থমকেই গিয়েছিল। তাঁর চোখ-মুখের ভাব অন্তত তেমনই ছিল। হার্ড রক স্টেডিয়াম কোপা আমেরিকার ফাইনালে (Copa America 2024) মেসি ম্যাজিক দেখতে পেল না ঠিকই, কিন্তু চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দেখতে পেল। লিওনেল মেসি নামটাই যেন কাফি (অনেক)। ৬৫ মিনিটে চোখের জলে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। তার ঠিক ৪৭ মিনিট পর তাঁর মুখ জুড়ে দেখা গেল চওড়া হাসি ও আনন্দের কান্না। ততক্ষণে যে সুপার সাব হিসেবে নেমে লাওতারো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে একমাত্র এবং জয়সূচক গোল করে দিয়েছেন। মেসি কাঁদলেন, মেসি হাসলেন, ফাইনাল পুরো না খেলেও মেসি ইতিহাস গড়লেন।

মায়ামির চারিদিকে উড়ল নীল-সাদা আবির। ফাইনালে ৯০ মিনিট অবধি স্কোরলাইন ছিল শূন্য। এরপর অতিরিক্ত সময়ে ১১২ মিনিটে লাওতারো মার্টিনেজ আর্জেন্টিনার ত্রাতা হয়ে ওঠেন। তাঁর গোলেই আর্জেন্টিনা ১৬তম কোপা খেতাব জিতল। ৫টি গোল করে টুর্নামেন্টের টপ স্কোরার লাওতারো মার্টিনেজ। টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।

পাসিং অ্যাকিউরেসিতে আর্জেন্টিনার (৮২) থেকে এগিয়ে ছিল কলম্বিয়া (৮৫)। আর্জেন্টিনার (৪৭৪) থেকে বেশি পাসও খেলে কলম্বিয়া (৬০৬)। কলম্বিয়া অনেক বার আর্জেন্টিনাকে টেক্কা দিয়ে এগিয়েও যাচ্ছিল। কিন্তু আর্জেন্টিনার ভাগ্যে যে লেখা ছিল চ্যাম্পিয়ন হওয়া। তা আটকানোর সাধ্যি হল না কলম্বিয়ার। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল কলম্বিয়াকে।

ম্যাচের শেষে চ্যাম্পিয়নদের মেডেল নেওয়ার সময় সবচেয় শেষে ছিলেন লিওনেল মেসি। তাঁর চোখ মুখ বলে দিচ্ছিল তিনি কতটা তৃপ্ত। এরপর দেখা যায় অ্যাঞ্জেল ডি মারিয়া এবং নিকোলাস ওটামেন্ডিকে ট্রফি হাতে নেওয়ার জন্য মঞ্চে ডাকেন। মেসি ট্রফি হাতে নিয়েই ইশায়ার ডাকেন ডি মারিয়া ও ওটামেন্ডিকে। তারপর ডি মারিয়া, ওটামেন্ডি এবং মেসি একসঙ্গে কোপার ট্রফি নিয়ে অন্য সতীর্থদের কাছে আসেন। এবং সকলে সেলিব্রেশন শুরু করেন ও চ্যাম্পিয়ন লেখার সামনে পোজ দেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x