Kuldeep Yadav: নস্ট্রাডামাস কুলদীপ যাদব! কোন ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিলেন ভারতের এই স্পিনার? - Bengali News | Kuldeep Yadav turns futurologist, bang on with his prediction for Euro 2024 final watch Video - 24 Ghanta Bangla News

Kuldeep Yadav: নস্ট্রাডামাস কুলদীপ যাদব! কোন ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিলেন ভারতের এই স্পিনার? – Bengali News | Kuldeep Yadav turns futurologist, bang on with his prediction for Euro 2024 final watch Video

0

প্রতিটা বড় টুর্নামেন্টের আগেই নানা অনুমান করা হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেট বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন, চার সেমিফাইনালিস্ট কোন দল হতে পারে। আফগানিস্তানকে কেউ হিসেবে ধরেছিলেন? হ্যাঁ। একমাত্র ব্রায়ান চার্লস লারা। সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরই আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন। সদ্য শেষ হয়েছে ইউরো কাপ। গত রাতে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। রেকর্ড চতুর্থবার ইউরোপ সেরা স্পেন। ভারতীয় ক্রিকেট টিমের গুরুত্বপূর্ণ সদস্য কুলদীপ যাদবও কি নস্ট্রাডামাস হয়ে গেলেন? তাঁকে নিয়ে এমনই আলোচনা হচ্ছে।

দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০০৭ সালে উদ্বোধনী সংস্করণ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল। অপেক্ষা মিটেছে এ বার। ভারতের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। গ্রুপ পর্বের ম্যাচে অবশ্য সুযোগ পাননি কুলদীপ। সুপার এইটের প্রথম ম্যাচে পেসার মহম্মদ সিরাজের পরিবর্তে একাদশে আসেন। দুর্দান্ত পারফরম্যান্সে ভরসা দেন। ফাইনাল অবধি টানা খেলেছেন। বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্যর এ বারের ইউরো নিয়ে করা ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে।

ইউরো ফাইনাল শুরুর আগে লাইভ অনুষ্ঠানে কুলদীপ যাদবকে ম্যাচের ফল নিয়ে জিজ্ঞাসা করা হয়। কুলদীপ তাতে বলেছিলেন, তাঁর মনে হচ্ছে স্পেন ২-১ ব্যবধানে জিতবে। শেষ অবধি সেটাই হয়েছে। বার্লিনে ইউরো ফাইনালে প্রথমার্ধ গোলশূন্যই ছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিকো উইলিয়ামসের গোলে লিড নেয় স্পেন। যদিও ইংল্যান্ডের সুপার সাব কোল পামার দুর্দান্ত গোলে সমতা ফেরান। ইংল্যান্ড শিবিরে আশা শেষ হয় ৮৬ মিনিটে। পরিবর্ত হিসেবে নামা স্প্যানিশ স্ট্রাইকার ওরয়াফাল ২-১ এগিয়ে দেন দলকে। শেষ অবধি এই ব্যবধানেই জেতে স্পেন।

ম্যাচ শেষেও স্পেনকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। সোশ্যাল মিডিয়ায় অবশ্য ভাইরাল কুলদীপের সেই প্রেডিকশন ভিডিয়োই। একেবারে হুবহু মিলিয়ে দিয়েছেন কুলদীপ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x