Governor Defamation Case: 'মহিলাদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন মুখ্যমন্ত্রী', রাজ্যপালের প্রশ্ন 'কে সেই মহিলা?', জবাব দিলেন সায়ন্তিকাও - Bengali News | Governor's defamation case against Mamata Banerjee in Calcutta High Court, Sayantika Banerjee also gives answer - 24 Ghanta Bangla News

Governor Defamation Case: ‘মহিলাদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন মুখ্যমন্ত্রী’, রাজ্যপালের প্রশ্ন ‘কে সেই মহিলা?’, জবাব দিলেন সায়ন্তিকাও – Bengali News | Governor’s defamation case against Mamata Banerjee in Calcutta High Court, Sayantika Banerjee also gives answer

0

রাজ্যপালের মানহানির মামলার শুনানিImage Credit source: GFX- TV9 Bangla

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে রাজ্যপালের করা মানহানির মামলায় শেষ হল শুনানি। সোমবার সব পক্ষ সওয়াল করে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতারা সম্মানহানিকর মন্তব্য থেকে বিরত থাকুক। আদালতের কাছে এই আর্জি জানিয়ে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল। তবে মুখ্যমন্ত্রীর আইনজীবী সওয়াল করেন, রাজ্যপালের সম্মানহানি হয়, এমন কোন মন্তব্য করা হয়নি। শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছে। এই মামলায় বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা কুণাল ঘোষকেও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। তাঁরাও সোমবার সওয়াল করেন।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x