মাস্টারস্ট্রোক? প্রধানমন্ত্রীর শপথ নিয়েই প্রথম কোন ফাইলে সই করলেন মোদী? - Bengali News | PM Narendra Modi Takes Charge for the Third Term, First Sign on file for Farmers Welfare Scheme - 24 Ghanta Bangla News

মাস্টারস্ট্রোক? প্রধানমন্ত্রীর শপথ নিয়েই প্রথম কোন ফাইলে সই করলেন মোদী? – Bengali News | PM Narendra Modi Takes Charge for the Third Term, First Sign on file for Farmers Welfare Scheme

0

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: Twitter

নয়া দিল্লি: বিগত ১০ বছর ধরে দায়িত্বপাট সামলাচ্ছেন, তাও প্রথমদিনের অভিজ্ঞতা তো আলাদাই হয়। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসেছেন নরেন্দ্র মোদী। আজ তাঁর তৃতীয় দফার প্রধানমন্ত্রীত্বের প্রথম দিন। আ সকালেই সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে যান মোদী। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তাঁর গোটা মন্ত্রিসভা। তৃতীয় দফায় প্রথম যে ফাইলে সই করেন প্রধানমন্ত্রী মোদী, তা হল কৃষকদের কল্যাণমূলক প্রকল্প।

মোদী ৩.০-র কর্মযজ্ঞ শুরু আজ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন অফিসে বসেই প্রথমে কৃষকদের জন্য উন্নয়নমূলক প্রকল্প “পিএম কিসান নিধি”-র ফাইলে সই করেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমাদের সরকার কৃষকদের কল্য়াণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই কারণেই দায়িত্ব গ্রহণের পর সবার প্রথম কৃষকদের কল্য়াণের উদ্দেশে ফাইলেই সই করা উচিত বলে মনে হয়েছে। আমরা কৃষিক্ষেত্র ও কৃষকদের জন্য আগামিদিনে আরও কাজ করতে চাই।”

প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরই পিএম  কিসান নিধির ১৭ তম কিস্তি দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফে। মোট ২০ হাজার কোটি টাকা ব্যয় হবে, এতে উপকৃত হবেন ৯.৩ কোটি কৃষক।

প্রসঙ্গত, আজ বিকেলেই মন্ত্রিসভার প্রথম বৈঠক রয়েছে। সেখানে মন্ত্রিত্ব বন্টন করা হতে পারে সদ্য শপথ গ্রহণ করা মন্ত্রীদের মধ্যে। পাশাপাশি মোদীর ক্যাবিনেটের তরফে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সংসদ অধিবেশন ডাকার আবেদনও জানানো হবে। এই অধিবেশনেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x