114 টাকা দাম বাড়লো LPG গ্যাস সিলিন্ডারের
আজ ১২ ডিসেম্বর থেকে ১৯ কেজি ও ৪৭.৫ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি। পশ্চিমবঙ্গে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ৪৫.৫০ টাকা বেড়ে হয়েছে ২০৪৫.৫০ টাকা।
অন্যদিকে ৪৭.৫ কেজি সিলিন্ডারের দাম ১১৪ টাকা বেড়ে হয়েছে ৫, ১০৮ টাকা। তবে আজ নতুন করে ঘরোয়া রান্নার গ্যাসের দাম কমানো বা বাড়ানো হয়নি।