আর কেন প্রেম করলেন না সলমন? ভাইপোর কাছে সবটা বললেন ভাইজান - Bengali News | Salman khan tells you how to handle heartbreak this valentines week - 24 Ghanta Bangla News
Home

আর কেন প্রেম করলেন না সলমন? ভাইপোর কাছে সবটা বললেন ভাইজান – Bengali News | Salman khan tells you how to handle heartbreak this valentines week

বয়স হয়েছে উনোষাট! কিন্তু বলিউডের এলিজেবল ব্যাচেলার বলতে, যাঁর কথা মাথায় আসে, তিনি হলেন সলমন খান। বলিপাড়ার মোস্ট হ্যান্ডসাম নায়ক। সলমনের জীবনে প্রেমে এসেছে অনেক। সেই সঙ্গীতা বিজলানি, সোমি আলি থেকে শুরু। তার পর তো ঐশ্বর্য, ক্যাটরিনাও। কিন্তু বলিউড ভাইজানের এমন খারাপ কপাল, যে জীবনে একাধিক নারী আসলেও, প্রেম টেকেনি। কিন্তু সলমন প্রত্যেকটি ব্রেকআপ সামলেছেন একেবারে চুপচাপ। কাকপক্ষীও টের পাননি তাঁর মনের কথার। তাই প্রেমের সপ্তাহে গার্লফ্রেন্ড ছেড়ে গেলে কীভাবে সামলাতে হয় নিজেকে, সেই টিপসই দিলেন সলমন খান। সম্প্রতি ভাইপো আরহান খানের পডকাস্টে এসে মনের কথা খোলসা করলেন বলিউডের দাবাং খান।

নিজের অভিজ্ঞতা থেকেই উদাহরণ তুলে আরহানকে সলমন জানালেন, যখন তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে যাবে। তাঁকে যেতে দাও। বেশি দেরি করো না। যখন ক্ষত জায়গা থেকে ব্যান্ডেজ খুলতে হয়, তখন চটজলদিই খুলতে হয়। তবে হ্য়াঁ, কোনও অসম্মান নয়। সম্পর্ক শেষ কর সম্মানের সঙ্গে। না হলে, একদিন নিজেই কষ্ট পাবে। আর যদি তোমার ভুল থাকে তো, ক্ষমা চাও। দেখবে, জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে। শুধু এখানেই শেষ করেননি সলমন। আরহানকে জানিয়েছেন, বার বার ব্রেকআপের কারণেই নতুন প্রেমে তাঁর আর কোনও ইচ্ছে নেই। তাহলে কি চিরকাল আইবুড়োই থাকছেন সলমন? এর উত্তরে অবশ্য চুপই ছিলেন তিনি।

গতবছর এপ্রিল মাসে হঠাৎই সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ চলে। তবে কপাল জোরে সলমন বেঁচে যান। এই হামলার নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দল। এই হামলার নেপথ্যে থাকা দুই ব্যক্তি পুলিশের হাতে আটকও হয়েছেন। তবুও মাঝে মধ্যে মুম্বই পুলিশের হোয়াটসঅ্যাপে, কিংবা থানায় সলমনের নামে প্রাণনাশের হুমকি আসে। বার বার প্রাণনাশের হুমকি পাওয়ায় সলমনের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এমনকী, সিকন্দর ছবির শুটিংও চলছে কড়া নিরাপত্তার মোড়কে।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *