Tilottama’s parents: ‘৯ ফেব্রুয়ারি আমাদের মেয়ের জন্মদিন’, এবার বড় আন্দোলনের ডাক তিলোত্তমার বাবা-মার – Bengali News | Tilottama’s parents urge people to come out to support them on February 9

কী বলছেন তিলোত্তমার মা? (ফাইল ফোটো)Image Credit source: TV 9 Bangla
কলকাতা: ঠিক ৬ মাস হবে। তাঁদের মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছিল গত বছরের ৯ অগস্ট। আর ৯ ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিন। মেয়ের মৃত্যুর ঠিক ৬ মাস পর তিলোত্তমার জন্মদিনে বড় আন্দোলনের ডাক দিলেন তাঁর বাবা-মা। সাধারণ মানুষকে রাস্তায় নামার আহ্বান জানালেন।
গত বছরের ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয়। ধর্ষণ-খুনে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদহ আদালত। কিন্তু, তিলোত্তমার বাবা-মার অভিযোগ, এই খুনের সঙ্গে শুধু সঞ্জয় একা জড়িত নন। আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছেন। তাঁদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা। আর সেজন্য তাঁদের লড়াই চলবে বলে জানিয়েছেন তিলোত্তমার বাবা-মা।
আগামী ৯ ফেব্রয়ারি তিলোত্তমার জন্মদিন। তার আগে এক ভিড়িয়ো বার্তায় তিলোত্তমার মা বলেন, “আমাদের মেয়ের মৃত্য়ুর ঠিক ৬ মাসের মাথায় তার জন্মদিন। ৬ মাস কেটে গেলেও আমাদের মেয়ের বিচার এখনও অধরা। ৯ ফেব্রুয়ারি আমরা রাস্তায় থাকব। এই ৬ মাস সবাই আমাদের সঙ্গে থেকেছেন। আমাদের বৃহত্তর পরিবারের কাছে আবেদন, ৯ ফেব্রুয়ারি রাস্তায় নামুন।” তাঁদের মেয়ের বিচারের জন্য আওয়াজ তোলার আহ্বান জানান। মেয়ের মৃত্যুর বিচার না পাওয়া পর্যন্ত তাঁরা যে আন্দোলন থেকে সরে আসবেন না, তা স্পষ্ট করে দিলেন তিলোত্তমার মা।
এই খবরটিও পড়ুন
তিলোত্তমার জন্মদিনে সবাইকে একটা করে ফুলগাছ লাগানোরও অনুরোধ জানালেন তিলোত্তমার মা। তিনি বলেন, “আমাদের মেয়ে ফুলগাছ ভালবাসত। আমাদের অনুরোধ, ৯ ফেব্রুয়ারি সবাই কর্মক্ষেত্র কিংবা বাড়িতে একটা করে ফুলগাছ লাগান।”