Live in Relationship Rules: লিভ ইনে থাকা যুগলদের বাড়ি ভাড়া দিচ্ছেন? নতুন এই নিয়ম জানেন তো? নাহলেই জরিমানা হবে ২০ হাজার টাকা – Bengali News | Renting House to Live in Couple? Know This Rule or Else You Have to Give 20,000 rs Fine

আহমেদাবাদ: উত্তরাখণ্ডের পর গুজরাট। আরও এক রাজ্যে কার্যকর হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং পটেল ইতিমধ্যেই ৫ সদস্যের কমিটি গঠন করেছেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে পরামর্শ নেওয়া হবে। আগামী ৪৫ দিনের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে।
অভিন্ন দেওয়ানি বিধিতে বিশেষ জোর দেওয়া হয়েছে লিঙ্গ সমতার উপর। বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার এবং লিভ-ইন সম্পর্কে এই নিয়ম কার্যকর হবে। বিবাহ ছাড়াও, লিভ-ইন সম্পর্কও এক মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।
লিভ ইন সম্পর্কে শুধু যুগলদের ক্ষেত্রেই নয়, তাদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রেও নিয়ম জারি হবে। যদি লিভ ইন সার্টিফিকেট না দেখিয়ে ভাড়াবাড়ির চুক্তি করেন, তবে বাড়ি মালিককেই এর মাশুল দিতে হবে। যদি কোনও যুগল লিভ ইন সার্টিফিকেট না দেখিয়েই একসঙ্গে ভাড়াবাড়িতে থাকেন, তবে বাড়ি মালিককে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।
উত্তরাখণ্ডের অভিন্ন দেওয়ানি বিধিতেও এই নিয়ম রয়েছে। সেখানেও লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। চুক্তির সময় বাড়িওয়ালাদের যুগলের লিভ-ইন সম্পর্কের সার্টিফিকেট যাচাই করতে হবে। ভাড়াটেদের লিভ-ইন রেজিস্ট্রেশন সার্টিফিকেট যাচাই যদি না করেন, তবে ২০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
এক মাসের মধ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক-
উত্তরাখণ্ডে লিভ-ইন সম্পর্কের নিয়ম অনুসারে, যুগলদের ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। যদি তারা এক মাসের মধ্যে রেজিস্ট্রেশন না করেন, তাহলে ১,০০০ টাকা লেট ফি দিতে হবে। যদি কোনও কারণে সম্পর্কে বিচ্ছেদ হয়, তাহলে সেই রেজিস্ট্রেশনের জন্যও অতিরিক্ত ৫০০ টাকা ফি নেওয়া হবে।