বাড়ছে ATM থেকে টাকা তোলার খরচ, কত ফি লাগবে এবার থেকে? – Bengali News | Cash Withdrawal from ATM May Get Costly as RBI Suggest Hike in Fees, How much it will cost now

নয়া দিল্লি: মাসের শুরুতে বেতনটা ঢুকলেই এটিএমে ছোটেন অনেকে। যারা এখনও ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত নন, তারা নগদ টাকাতেই লেনদেন করেন। আবার অনেক জায়গায় ডিজিটাল পেমেন্ট করার সুবিধাও থাকে না। তাই নগদ টাকা লাগেই। তবে এবার কিন্তু এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়তে পারে।
জল্পনা শোনা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এটিএম থেকে টাকা তোলার ফি বা সার্ভিস চার্জ বাড়াতে চলেছে। বর্তমানে এটিএম থেকে প্রতি মাসে ৫ বার বিনামূল্যে টাকা তোলা যেত। এরপরে টাকা তোলার ক্ষেত্রে সার্ভিস চার্জ লাগত। সূত্রের খবর, এই সার্ভিস চার্জ বাড়াতে চলেছে আরবিআই। অর্থাৎ এবার থেকে এটিএমে টাকা তোলা ব্যয়বহুল হয়ে যাবে।
কত টাকা চার্জ বাড়বে?
হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞরা জানিয়েছেন এনপিসিআই (NPCI) ৫বার এটিএম থেকে টাকা তোলার পর থেকে নগদ উত্তোলনের চার্জ বাড়াতে চলেছে। বর্তমানে ২১ টাকা সার্ভিল চার্জ নেওয়া হয় এটিএম থেকে টাকা তোলার জন্য। এনপিসিআই এই ফি বাড়িয়ে ২২ টাকা করার সুপারিশ করেছে। এর পাশাপাশি নগদ লেনদেনের জন্য এটিএম ফি ১৭ টাকা থেকে বাড়িয়ে ১৯ টাকা করার সুপারিশ করা হয়েছে।