Mahakumbh 2025: সুদিন ফেরার প্রার্থনা, মহাকুম্ভে পুণ্যস্নান ‘ইস্টবেঙ্গলের’

ইন্ডিয়ান সুপার লিগে বেশ কয়েক মরসুম হয়ে গেল। কিন্তু ইস্টবেঙ্গলের ধারাবাহিকতা সমর্থকদের কাছে হতাশার।
কখনও খুব ভালো পারফরম্যান্স। আবার কখনও অস্বস্তির। এ মরসুমের শুরুটাও খুবই খারাপ হয়েছিল।
টানা ৬ ম্যাচ হেরে আইএসএল মরসুম শুরু হয়েছিল। অবশেষে সপ্তম ম্যাচে ড্র এবং অষ্টম ম্যাচে জয়। গত মরসুমে প্রাপ্তি ছিল সুপার কাপ।
আইএসএলে শুরুটা খারাপ হওয়ায় পরের দিকে সেই গ্যাপ পূরণ করায় সমস্যা হয়েছে। প্লে-অফ নিয়ে সংশয় রয়েছে।
ইস্টবেঙ্গলে সুদিন ফিরুক, সেই প্রত্যাশায় মহাকুম্ভে পুণ্যস্নান সমর্থকদের। ইস্টবেঙ্গলের পতাকা নিয়ে, লাল-হলুদ জার্সিতে মহাকুম্ভে স্নান।
পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত ইস্টবেঙ্গলের আটজন সমর্থক এই পরিকল্পনা গড়েছিলেন। হঠাৎই নিজেরা মিলে আলোচনা করেন আর দ্রুতই সিদ্ধান্ত।
অভিজিৎ, সুজিৎ, রনজিৎ, শুভঙ্কর, অদ্বৈত, শুভ, গৌরব, শান্তনু এই আট বন্ধুর পরিকল্পনা এবং বাস্তবায়ন।
অভিজিৎ জানান, তাঁরা যেখানেই যান, সঙ্গে মাতৃসম ক্লাবের পতাকা থাকে। আইএসএলে যাতে ইস্টবেঙ্গল ধারাবাহিকতা দেখাতে পারে এবং সাফল্য পায়, সেই প্রার্থনাই যে করেছেন, জানাতে ভোলেননি অভিজিৎ। সব ছবি: Own Arrangement