Madhyamik: বাংলায় বেনজির! এবারের মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না ৫০-র বেশি পরীক্ষার্থী, কাঠগড়ায় প্রধান শিক্ষকরা - Bengali News | Kolkata: Demonstration in front of Derozio building due to mistake in admit card - 24 Ghanta Bangla News

Madhyamik: বাংলায় বেনজির! এবারের মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না ৫০-র বেশি পরীক্ষার্থী, কাঠগড়ায় প্রধান শিক্ষকরা – Bengali News | Kolkata: Demonstration in front of Derozio building due to mistake in admit card

0

ডিরোজিও ভবনের সামনে বিক্ষোভImage Credit source: TV9 Bangla

কলকাতা: অনলাইন পোর্টালে বিভ্রাট। অ্যাডমিট কার্ড না পেয়ে মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ। বিভিন্ন জেলায় ৫০ থেকে ৭০ জন মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি বলে অভিযোগ। প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখায় ওই পড়ুয়ারা। সঙ্গে ছিলেন অভিভাবকরাও।

জানা যাচ্ছে,  অনলাইনে অ্যাডমিট কার্ডে ফর্ম ফিলাপে ভুল হয়েছে। সেই ভুল শুধরাতে ডিরোজিও ভবনের দ্বারস্থ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এবছর প্রথম শুরু হয়েছিল অনলাইন এনরোলমেন্ট পদ্ধতি। সেই কারণেই ভুল হয়েছে বলে জানান স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

সল্টলেকের ডিরোজিও ভবনের সামনে বিভিন্ন জেলা থেকে আসা স্কুল শিক্ষক শিক্ষিকাদের জমায়েত। মূলত একই নাম হওয়ার কারণে বা পাশে বাবার নাম না থাকার কারণে অ্যাডমিট কার্ডের মধ্যে ভুল আছে। তাছাড়া যেহেতু এবছর প্রথমবার অনলাইন এনরোলমেন্ট হয়েছে সে ক্ষেত্রে তো অনেক ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ডে নানারকম ভুল রয়েছে।

এ ছাড়াও এরকম অনেক পরীক্ষার্থী রয়েছে, যাদের অ্যাডমিট কার্ডই আসেনি। মূলত এই কারণের জন্যই শিক্ষক শিক্ষিকারা ডিরোজিও ভবনে বিক্ষোভ দেখান। ডিরোজিও ভবনের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় কোনভাবেই এই ভুল এখন ঠিক করা সম্ভব নয়।

পর্ষদ সূত্রে খবর, তিন-তিনবার অনলাইনে সুযোগ দেওয়া সত্ত্বেও এই পড়ুয়াদের স্কুল উদ্যোগ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেনি। বেশ কিছু পড়ুয়ার অস্তিত্বের কথাই জানানো হয়নি পর্ষদকে। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের গাফিলতির জন্যই যারা অ্যাডমিট কার্ড পায়নি, তারা পরীক্ষা দিতে পারবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x