Viral Image-Video: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্ত্রীর নোংরা ভিডিয়ো, সব দেখেও কিছু করতে পারছিলেন না স্বামী, চমকে দেওয়ার মতো সত্যিটা বেরল দু’দিন পর… – Bengali News | Husband Uploads Private Photo & Videos of Wife after She Demanded Divorce in Gujarat

আহমেদাবাদ: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুবতীর নগ্ন ছবি। স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়োও ভাইরাল। চারিদিকে ছিঃ ছিঃ পড়ে গেল, লজ্জায় মুখ দেখানোর জো নেই যুবতীর। এদিকে নিরুত্তাপ স্বামী। ভাইরাল ছবি-ভিডিয়ো নিয়ে স্বামীকে জিজ্ঞাসা করতেই তিনি জানিয়েছিলেন, কিছুই জানেন না। বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন যুবতী। আর তাতেই সামনে এল ভয়ঙ্কর সত্য।
মাত্র এক বছর হল বিয়ে হয়েছে, এর মধ্যেই তুমুল অশান্তি শুরু হয়েছিল দম্পতির মধ্যে। রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিলেন স্ত্রী, সেখানেই থাকছিলেন। এর মধ্যেই ভয়ঙ্কর কাণ্ড, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অশ্লীল ছবি-ভিডিয়ো। লোকলজ্জা থেকে নিস্তার পেতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বছর একুশের যুবতী। পুলিশ তদন্ত শুরু করতেই জানা গেল, আর কেউ নয়, তাঁর স্বামীই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে নগ্ন ছবি। বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে তাতে অশ্লীল মন্তব্যও করেছেন নিজেই।
নিজের স্ত্রীর সঙ্গেই এমন কাজ? অবাক পুলিশও।ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদে। অভিযুক্তের যুক্তি, স্ত্রী তাঁর থেকে ডিভোর্স চেয়েছিল। তাই শিক্ষা দিতেই গোপন ছবি ভাইরাল করে দেন। যুবতীর অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, ওই দম্পতির এক বছর আগে বিয়ে হয়। কিন্তু শ্বশুরবাড়িতে নানা সমস্য়া শুরু হওয়ায় যুবতী নিজের বাড়িতে চলে আসে। সেখানেই থাকছিলেন। স্বামীর সঙ্গে সাধারণত ভিডিয়ো কলে কথা হত। একদিন তিনি স্বামীকে দেখান যে ত্বকে হওয়া অ্যালার্জি কমে গিয়েছে। তখন স্বামী তাঁকে ‘রোগী’ বলে কটাক্ষ করো ফোন কেটে দেন। এতেই চরম দুঃখ পান স্ত্রী, সিদ্ধান্ত নেন আর স্বামীর কাছে ফিরবেন না। সেই মতোই স্বামীর কাছে ডিভোর্স চেয়েছিলেন।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, ওই দম্পতি একসঙ্গে একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করতেন। স্ত্রী বাপেরবাড়ি চলে যাওয়ার পরই ওই ব্যক্তি গোপন ছবি ও ভিডিয়োগুলি আপলোড করে দেন। তাতে অন্য অ্যাকাউন্ট দিয়ে অশ্লীল কমেন্টও করেন। গুজরাট পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে ন্যয় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে।