Duttapukur: পাশে চিপসের প্যাকেট, উন্মুক্ত যৌনাঙ্গ! সরস্বতী পুজোর জোগাড়ের ফাঁকেই মাঠের ধারে খোলামেলা এ দৃশ্য, ঢি পড়ল গ্রামে - Bengali News | Duttapukur Horrible incident on the morning of Saraswati Puja - 24 Ghanta Bangla News

Duttapukur: পাশে চিপসের প্যাকেট, উন্মুক্ত যৌনাঙ্গ! সরস্বতী পুজোর জোগাড়ের ফাঁকেই মাঠের ধারে খোলামেলা এ দৃশ্য, ঢি পড়ল গ্রামে – Bengali News | Duttapukur Horrible incident on the morning of Saraswati Puja

0

ক্ষেতের মধ্যে পড়েছিল দেহImage Credit source: TV9 Bangla

দত্তপুকুর: সরস্বতী পুজোর সকাল। সকলেই ব্যস্ত পুজোর জোগাড় করতে। গ্রামে পুজো, সবাই মাতোয়ারা। তার মধ্যেও অনেকে গিয়েছিলেন ক্ষেতের দিকে। ক্ষেতের মধ্যে থেকে বেরিয়েছিল কেবল পা-দুটো। নজরে পড়ে সেদিকেই। অত্যুৎসাহী হয়ে অনেকে ক্ষেতে উঁকি মারেন। শিউরে ওঠেন তাঁরা। উন্মুক্ত যৌনাঙ্গ, হাত-পা বাঁধা, গলা কাটা। সরস্বতী পুজোর সকালে ভয়ঙ্কর ঘটনা নদিয়ার ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিৎপুর এলাকায়। কৃষি জমি থেকে উদ্ধার এক যুবকের গলাকাটা দেহ। দত্তপুকুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।  এখনও পর্যন্ত যুবকের পরিচয় জানা যায়নি। মনে করা হচ্ছে, বয়স চল্লিশের আশপাশে হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  উওর ২৪ পরগনার বারাসত নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের মালিয়াকুর বাজিৎপুরের মধ্যস্থলে মাঠের মাঝে কৃষি জমি থেকে উদ্ধার গলাকাটা মৃতদেহ। পুলিশ জানাচ্ছে, প্রমাণ লোপাটের জন্য দেহ কোনও দাহ্য পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। তাই পরিচয় জানতে সমস্যা পড়তে হচ্ছে তদন্তকারীদের।

পুলিশ জানিয়েছে, ওই যুবকের গলা কাটা,  লিঙ্গ ক্ষতিগ্রস্ত, হাত পা বাধা অবস্থায় ছিল।  দেহটির মাথার খোঁজ চালাচ্ছে দত্তপুকুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা মদের গ্লাস, চিপসের প্যাকেট। ওই যুবক এলাকারও কোনও বাসিন্দা কিনা, এলাকার কেউ নিখোঁজ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x