গোয়ার ভাড়া বাড়ি থেকে উদ্ধার রজনীকান্তের ছবির প্রযোজকের দেহ - Bengali News | Kabali film producer k p chowdary died - 24 Ghanta Bangla News

গোয়ার ভাড়া বাড়ি থেকে উদ্ধার রজনীকান্তের ছবির প্রযোজকের দেহ – Bengali News | Kabali film producer k p chowdary died

0

বক্স অফিসে ঝড় তুলেছিল রজনীকান্ত অভিনীত ‘কাবালি’ ছবি। এই ছবিতে তামান্না ভাটিয়ার আইটেম গান লুকা বালিয়াও ভাইরাল হয়েছিল। সেই ছবির প্রযোজকের ঝুলন্ত দেহই উদ্ধার হল উত্তর গোয়ার এক গ্রামের বাড়ি থেকে। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্য়াই করেছেন প্রযোজক কে পি চৌধুরী। বয়স হয়েছিল ৪৪।

২০২৩ সালে মাদকচক্রের সঙ্গে নাম জুড়েছিল কে পি চৌধুরীর। এই মামলায় পুলিশ তাঁকে গ্রেফতারও করে। হায়দরাবাদ পুলিশ তাঁর কাছ থেকে উদ্ধার করেছিল ৯০ টি মাদকের প্যাকেট। যার ওজন ৮২.৭৫ গ্রাম।

এই ঘটনার পর থেকেই অবসাদে চলে গিয়েছিলেন প্রযোজক। সিনেমা দুনিয়া থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। জানা যায়, ফলে চরম অর্থকষ্টের সম্মুখীন হয়েছিলেন। সেই কারণেই আত্মহননের পথ বাছলেন কে পি চৌধুরী। হঠাৎ করে এমন ঘটায় স্বাভাবিকভাবে হতবাক দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে তাঁর দেহ।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x