IND vs ENG Report: ভারত দূর অস্ত, অভিষেকের রানের কাছেই পৌঁছতে ব্যর্থ ইংল্যান্ড! – Bengali News | India vs England T20I series IND vs ENG 5th T20 Match at Mumbai Report detail in Bengali

ভারত-ইংল্য়ান্ড সিরিজের ফয়সালা আগেই হয়েছিল। শেষ অবধি স্কোর লাইন কী হয়, সে দিকেই নজর ছিল। মুম্বইতে শেষ টি-টোয়েন্টিতেও ভারতের দাপট। তবে এমন একতরফা জয় আসবে, এটা হয়তো প্রত্যাশিত ছিল না। ভারতের সামনে কার্যত মাথানত করল ইংল্যান্ড। অভিষেক শর্মা একাই করেছিলেন ১৩৫ রান। তাঁর দুরন্ত ইনিংসের সৌজন্যে ইংল্যান্ডকে ২৪৮ রানের টার্গেট দিয়েছিল ভারত। কিন্তু পেস হোক বা স্পিন, সবেতেই অস্বস্তিতে পড়লেন ইংল্যান্ড ব্যাটাররা। রাজকোটে তৃতীয় টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছিল সামির। মুম্বইতে নিলেন তিন উইকেট। ইংল্য়ান্ড শেষ ৯৭ রানেই। ১৫০ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের।
বিস্তারিত আসছে…