IND vs ENG: অভিষেকের তাণ্ডবে ভারতের কী কী রেকর্ড হল, রইল পরিসংখ্যান... - Bengali News | IND vs ENG 5th T20I Abhishek blazes India's second fastest T20I century check all Stats - 24 Ghanta Bangla News

IND vs ENG: অভিষেকের তাণ্ডবে ভারতের কী কী রেকর্ড হল, রইল পরিসংখ্যান… – Bengali News | IND vs ENG 5th T20I Abhishek blazes India’s second fastest T20I century check all Stats

0

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব দেখল ক্রিকেট বিশ্ব। ৩৭ বলে সেঞ্চুরি। শেষ অবধি ৫৪ বলে ১৩৫ রানের ইনিংস খেলেন। শুরু থেকে যে গতিতে এগোচ্ছিলেন তাতে ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। তবে এই ১৩৫ রানের ইনিংসে তাঁর ব্য়ক্তিগত যেমন রেকর্ড হয়েছে, টিমেরও। শেষ অবধি ভারত ২৪৮ রানের টার্গেট দেয় ইংল্যান্ডকে। জবাবে প্রতিপক্ষ শেষ ৯৭ রানেই। বল হাতেও ২ উইকেট নিয়েছেন অভিষেক। তাঁর বিধ্বংসী ইনিংসে আর কী কী রেকর্ড হল?

এক নজরে দেখে নেওয়া যাক…

  1. ১৩৫-ভারতীয় ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বাধিক স্কোর। এত দিন এই রেকর্ড ছিল শুভমন গিলের দখলে। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১২৬ করেছিলেন শুভমন।
  2. ১৩-অভিষেকর ইনিংসে ছয় রয়েছে। ভারতীয় ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বাধিক রেকর্ড ছিল ১০টি। রোহিত শর্মা, সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা ১০টি করে ছয় মেরেছিলেন। অভিষেকের ১৩টি।
  3. ২৪৭/৯- পুরুষদের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সর্বাধিক স্কোর। এর আগে অস্ট্রেলিয়া করেছিল ২৪৮-৬। ইংল্যান্ড বোলিং এ দিন ১৯টি ছয় খেয়েছেন। পুরুষদের টি-টোয়েন্টিতে এটিই সর্বাধিক।
  4. ৩৭-বলে সেঞ্চুরি করেছেন অভিষেক। আইসিসির পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড রয়েছে রোহিত শর্মা ও ডেভিড মিলারের। তাঁরা ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। অল্পের জন্য রক্ষা পেয়েছে এই রেকর্ড।
  5. ১৭-বলে হাফসেঞ্চুরি করেন অভিষেক। ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম। ২০০৭ সালের উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিং ইংল্য়ান্ডের বিরুদ্ধে ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন।
  6. ৯৫/১-পাওয়ার প্লে তে এই স্কোর ভারতের। পুরুষদের টি-টোয়েন্টিতে ভারতের সর্বাধিক পাওয়ার প্লে স্কোর। এর আগে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৮২ রান তুলেছিল ভারত। এ ছাড়াও ৬.৩ ওভারেই ভারতের ১০০ পূর্ণ হয় মুম্বইতে। এর আগে গত বছর বাংলাদেশের বিরুদ্ধে হায়দরাবাদে ৭.১ ওভারে ১০০ করেছিল ভারত।
  7. ১০.১ ওভার-অভিষেক সেঞ্চুরি পূর্ণ করেন। টিমের নিরিখে পুরুষদের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম।
  8. ১৬.০৪-অভিষেক ও তিলক ভার্মার পার্টনারশিপে রান রেট। একশোর বেশি রানের পার্টনারশিপে এটিই ভারতের সেরা রান রেট।
  9. ৬-টি-টোয়েন্টিতে সব মিলিয়ে সেঞ্চুরি অভিষেকের। এর মধ্যে দুটি দেশের জার্সিতে। ২৫ বছরের আগে শুভমন ও অভিষেক ছাড়া আর কারও এতগুলি টি-টোয়েন্টি সেঞ্চুরি নেই।
  10. ১৫০-ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের ব্য়বধান। রানের নিরিখে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জয়। এর আগে নিউজিল্যান্ডকে ১৬৮ রানে হারিয়েছিল ভারত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x