দলেরই কেউ সরাতে চাইছে তৃণমূলের সাবিত্রীকে? বিস্ফোরক অভিযোগ বিধায়কের – Bengali News | Malda Manik Chawk TMC MLA Sabitri Mitra said that some one tried to killed him

তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রImage Credit source: Tv9 Bangla
মালদহ: নিজের দল তৃণমূলেরই একাংশ নাকি চাইছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রকে সরিয়ে দিতে! বিস্ফোরক দাবি করলেন খোদ বিধায়ক। সাবিত্রীর বক্তব্য,গত লোকসভা ভোটের পর থেকেই কিছু সন্দেহজনক ব্যক্তিদের তাঁকে অনুসরণ করছে। কখনো কখনো পরোক্ষ হুমকিও পেয়েছেন। বিশেষ করে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনার পর থেকেই এই ঘটনা বেড়েছে।
উল্লেখ্য, শনিবার রাতে মানিকচক থেকে ফেরার পথে একটি গাড়ি সাবিত্রীকে সামনে থেকে এসে ধাক্কা মারে। এরপর পিছন থেকে এসে বারবার ধাক্কা মারার চেষ্টা করে ওই গাড়ি। তৃণমূল বিধায়কের দাবি, তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়। এরপর এ দিন টিভি ৯ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষৎকারে সাবিত্রী জানান,যাঁরা এসেছিল তাঁরা সাবিত্রীর গাড়ি রাস্তায় আটকে গুলি মারার পরিকল্পনা করে রেখেছিল। যে প্ল্যানটা তিনি ধরে ফেলেন। সঙ্গে এও জানান, দলে কেউ কেউ তাঁর বিরোধিতা করেছে লোকসভা ভোটের সময় থেকে। তাঁদেরও হাত থাকতে পারে বলে মনে করছেন তিনি।
এ দি সাবিত্রী বলেন, “বেশ কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি অচেনা লোকজন মানিকচকের রাস্তায় ঘুরছে। দুলাল সরকারের ঘটনার পর থেকে মনে হয় এরা বেশি ঘুরছে। ওদের গোটা মুখ ঢাকা ছিল। আমি এর আগে ববিদাকেও বিষয়টিও জানিয়েছি।” তিনি এও বলেন, “আমি নিরাপত্তাহীনতা অনুভূত করছি না। আমার সিকিউরিটি ছিল। আর আমি নিজের মতো কাজ করছি। তবে আমি বলতে পারি ব্যক্তিগত কারণে কেউ এটা করছে না।”