Physically Assault: ‘আমাকে বলল আরজি করের মতো করে দেব, রেপ করে দেব!’, তারপীঠ থেকে ফিরে ট্রেনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন গড়িয়ার তরুণী – Bengali News | Young woman from Kolkata was allegedly physically assaulted on a moving train on her way back from Tarapith
কলকাতা: চলন্ত ট্রেনে পরিবারের সামনেই গড়িয়ার এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। তরুণীর মা প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। জিআরপি-কে বলেও কাজ হয়নি, বলছেন পরিবারের সদস্যরা। তারাপীঠ থেকে পুজো দিয়ে কলকাতায় ফিরছিলেন তরুণী। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা। অন্যদিকে অভিযুক্তরাও একই ট্রেনে ছিলেন বলে জানা যাচ্ছে। বোলপুরের কাছে ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবকেরা প্রত্যেকে মত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ।
ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতাতির পরিবারের সদস্যরা। ঘটনা প্রসঙ্গে তরুণী বলেন, “তারাপীঠ থেকেই ট্রেনে উঠেছিল ওরা। আমাদের মুখের সামনে পা ঝুলিয়ে বাঙ্কারে বসেছিল। আমার দিদা ওদের পা সরিয়ে বসতে বলে। কিন্তু ওরা খারাপ আচরণ করতে থাকে। তারপর ট্রেনটা যখন বোলপুর থেকে ছাড়ে তখন প্রসাদের ব্যাগ ফেলে দেয়। প্রতিবাদ করলে আমার দিদার মুখে সজোরে লাথি মারে। তখন আমাদের ১৫-১৬ জনের গ্রুপের সকলে মিলে প্রতিবাদ করি। কিন্তু, তখন আমাদের সকলের উপরে ওরা চড়াও হয়। আমার জামার কলার ধরে টেনে আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে।”
এই খবরটিও পড়ুন
তরুণীর আরও দাবি, তাঁর মা প্রতিবাদ করলে তাঁরও চুলে মুঠি ধরে মারা হয়। ক্ষোভে ফুঁসতে ফুঁসতে তিনি বলেন, “আরজি করের তিলোত্তমার যেমন অবস্থা হয়েছে তোর একই অবস্থা করে দেব। রাস্তায় দেখলে রেপ করে দেব। আমার মা-বাবাকে নিয়ে বাজে কথা বলতে থাকে।” তরুণীর দাবি, এরপরই তিনি সোজা রেলের হেল্প লাইনে ফোন করেন। কিন্তু, কোথা থেকেও কোনও সাহায্য পাওয়া যায়নি। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে তরুণীর পরিবারের লোকজন।