TMC women's wing rally: 'অপরাজিতা' বিল কেন এখনও আইন হল না? মিছিলে প্রশ্ন শশী পাঁজাদের - Bengali News | TMC women's wing holds rally over Aparajita bill - 24 Ghanta Bangla News

TMC women’s wing rally: ‘অপরাজিতা’ বিল কেন এখনও আইন হল না? মিছিলে প্রশ্ন শশী পাঁজাদের – Bengali News | TMC women’s wing holds rally over Aparajita bill

0

অপরাজিতা বিল আইনে পরিণত করার দাবিতে মিছিল তৃণমূল মহিলা কংগ্রেসের

কলকাতা: আরজি কর কাণ্ডের পর ‘অপরাজিতা’ বিল পাশ হয় বিধানসভায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস তা পাঠিয়ে দিয়েছেন দিল্লিতে। কিন্তু, ওই বিল কেন এখনও আইনে কার্যকর করা হয়নি, এই প্রশ্ন তুলে শনিবার কলকাতার রাজপথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত মিছিল হল। উত্তর কলকাতা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন শশী পাঁজারা।

এদিন এই মিছিলে হাঁটেন শশী পাঁজা, স্মিতা বক্সী, নয়না বন্দ্যোপাধ্যায়, সুপ্তি পাণ্ডে, শ্রেয়া পাণ্ডেরা। মিছিল থেকে তাঁরা দাবি তোলেন, অপরাজিতা বিল দ্রুত আইনে পরিণত করা হোক। কেন এখনও তা আইনে পরিণত করা হয়নি, সেই প্রশ্ন তোলেন শশী পাঁজারা। দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও যাদবপুরে মিছিল করা হয়। সেই মিছিলের নেতৃত্ব দেন চন্দ্রিমা ভট্টাচার্য।

একই দাবিতে আগামিকাল রাজ্যজুড়ে ধর্না কর্মসূচি রয়েছে তৃণমূলের। রাজ্যের শাসকদলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে এই নিয়ে উদ্যোগ নিচ্ছে না। রাজ্যপাল বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়েছেন। রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পড়ে রয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্বকে তোপ দেগে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, “আরজি কর কাণ্ডের পর নারী নির্যাতনের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির জন্য রাজ্য সরকার অপরাজিতা বিল পাশ করে। বিলটি এখন রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পড়ে রয়েছে। কেন্দ্র কেন উদ্যোগ নিচ্ছে না? আরজি কর কাণ্ডের পর বিজেপি এবং বিরোধীরা নারীদের সুরক্ষা নিয়ে সরব হয়েছিল, তারা এখন নীরব কেন? কেন বিলটা আইনে পরিণত করা হচ্ছে না।” তাহলে আরজি কর কাণ্ডের পর আন্দোলন শুধু রাজনৈতিক ছিল কি না, সেই প্রশ্ন তুলেছেন শশী পাঁজা।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed