Belgharia: ‘এর আগেও চেষ্টা করেছে ও নিজেই’, বিস্ফোরক দাবি শাশুড়ির, তাহলে কেরোসিন ঢালল কে, বাড়ছে সন্দেহ – Bengali News | Belgharia Case update: woman who is burned, is not stable, claims family
বেলঘরিয়া: মেয়ের গায়ে কেরোসিন ঢালার চেষ্টা করলেন জামাই আর তাতে কোনও অভিযোগই দায়ের করল না মেয়ের পরিবার! বেলঘরিয়ার ঘটনা ঘিরে বাড়ছে রহস্য। এর মধ্যে মহিলার শাশুড়ির দাবি তাঁর পুত্রবধূ মানসিক ভারসাম্যহীন। আগেও একাধিকবার পুড়ে মরার চেষ্টা করেছেন বলেও দাবি শাশুড়ির। আপাতত অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মহিলা। তাঁর শাশুড়ি জানান, চিপস কিনতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর পুত্রবধূ। তাঁর ছেলেও তখন অফিসে ছিলেন বলে দাবি।
বেলঘরিয়া কামারহাটি পুরসভার অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক মহিলার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেস্টার অভিযোগ ওঠে। বেলঘরিয়ার আর্যনগর এলাকায় ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই মহিলা বেলঘরিয়ায় বাজারে যাচ্ছিলেন সেই সময় তাঁর স্বামী এবং তাঁর আরও দুই বন্ধু মিলে তাঁর গায়ে কেরোসিন ঢেলে দেয়। এরপর আগুন ধরিয়ে দেয়। এলাকার মানুষ বেরিয়ে এসে পুলিশকে খবর দেয়।
মহিলাকে একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহিলার অবস্থা আশঙ্কাজনক। বেলঘরিয়া থানার পুলিশ অভিযুক্ত স্বামী এবং তাঁর বন্ধুদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত মহিলার স্বামীর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি তাঁর বাবা ও মা। আর শাশুড়ির দাবি, তাঁর ছেলে নির্দোষ। তিনি অফিসে ছিলেন। এসবের কিছুই জানেন না ছেলে!