RG Kar Case: আরও বিপাকে সন্দীপ ঘোষ? সিবিআইয়ের চার্জশিটে মারাত্মক অভিযোগ - Bengali News | CBI files chargesheet against Sandip Ghosh and 4 others in KG Kar financial scam case - 24 Ghanta Bangla News

RG Kar Case: আরও বিপাকে সন্দীপ ঘোষ? সিবিআইয়ের চার্জশিটে মারাত্মক অভিযোগ – Bengali News | CBI files chargesheet against Sandip Ghosh and 4 others in KG Kar financial scam case

0

সন্দীপ ঘোষ (ফাইল ছবি)Image Credit source: Getty Image

কলকাতা: আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ৮৭ দিনের মাথায় শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে তাঁদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল। ১২৫ পাতার চার্জশিট। তার সঙ্গে ৫০০ পাতার নথি এদিন আদালতে জমা দেন সিবিআই আধিকারিকরা।

আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় এই প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। এদিন ২টা ১৫ মিনিট নাগাদ আদালতে আসেন সিবিআই আধিকারিকরা। সূত্রে জানা গিয়েছে, নিজের প্রভাব খাটিয়ে কীভাবে সন্দীপ ঘোষ বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দিতেন, তা উল্লেখ করা হয়েছে চার্জশিটে। অভিযুক্তরা কীভাবে নিজের সম্পত্তি বাড়িয়েছেন, তাও উল্লেখ করা হয়েছে। আরজি করে আর্থিক তছরুপের সমস্ত তথ্য এদিন আদালতে জমা পড়েছে। সন্দীপ ঘোষ ছাড়া বাকি অভিযুক্তরা হলেন সুমন হাজরা, বিপ্লব সিংহ, আফসার আলি খান এবং আশিস পান্ডে।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে এক জুনিয়র ডাক্তারের দেহ উদ্ধার হয়। ‘তিলোত্তমা’-র নৃশংস পরিণতির প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। রাস্তায় নামেন সাধারণ মানুষও। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশের ঘটনার তদন্তভার নেয় সিবিআই।

এই খবরটিও পড়ুন

তিলোত্তমাকাণ্ডের পরই আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে। কয়েকদিন পর তাঁকে অধ্যক্ষের পদ থেকে সরানো হয়। আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপর গত ২ সেপ্টেম্বর আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। তার কয়েকদিন পর তিলোত্তমাকাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগেও তাঁকে গ্রেফতার করা হয়। এদিন আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed