নাগা চৈতন্য-শোভিতার গায়ে হলুদের দিন সামান্থার জীবনে বড় দুর্ঘটনা! নায়িকা জানালেন... - Bengali News | Samantha Ruth Prabhu's father passes away - 24 Ghanta Bangla News

নাগা চৈতন্য-শোভিতার গায়ে হলুদের দিন সামান্থার জীবনে বড় দুর্ঘটনা! নায়িকা জানালেন… – Bengali News | Samantha Ruth Prabhu’s father passes away

0

৪ ডিসেম্বর দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য। অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করতে চলেছেন অভিনেতা। ইতিমধ্যেই নায়ক নায়িকার প্রাক বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। এক দিকে যখন নাগা চৈতন্যর জীবনে আনন্দই আনন্দ। তখন তাঁর প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে ঝড়। তখন নাগা চৈতন্য আর শোভিতা ধুলিপালার গায়ে হলুদ, মঙ্গলস্নান চলছে। ঠিক সেই একই দিনে বাবাকে হারালেন সামান্থা।

চারিদিকে ছড়িয়ে পড়ে সেই খবর। জীবনের একটা সময় পরিবারের সঙ্গে সে ভাবে কোনও যোগাযোগ ছিল না অভিনেত্রীর। সে কথা তিনি নিজেই জানিয়েছিলেন। যদিও পরবর্তীকালে কেরিয়ারে উন্নতির পর, জনপ্রিয়তা পাওয়ার পর সমীকরণ অনেকটাই বদলে যায়। সমাজে একটু প্রতিষ্ঠিত হওয়ার পরেই পরিবারের কাছাকাছি আসেন সামান্থা। কিছু দিন আগে তাঁকে ‘সিটাডেল হানি বানি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে তাঁর অভিনয় বিস্তর প্রশংসাও কুড়িয়েছে। এমনকি ছবির সাকসেস পার্টিতে সহ-অভিনেতা বরুণ ধওয়ানের সঙ্গে নাচতেও দেখা যায় তাঁকে।

কিন্তু শুক্রবার বেলা যেতে না যেতেই এল দুঃসংবাদ। বাবা জোসেফ প্রভুকে হারালেন নায়িকা। পিতৃবিয়োগের খবর সকলকে জানিয়ে সামান্থা লেখেন, “বাবা যত দিন না ফের আমাদের দেখা হয়।” অতীতে এমন অনেক সাক্ষাত্‍কারেই বাবা সম্পর্কে অনেক কথা বলতে শোনা গিয়েছিল নায়িকাকে। জানিয়েছিলেন তাঁর বাবা খুবই কড়া ধাঁচের মানুষ ছিলেন। কখনও তাঁকে আহ্লাদ দিয়ে তাঁকে মাথায় তোলেননি। এমনকি পরীক্ষায় প্রথম হলেও তিনি বলে এসেছেন যে প্রথম হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। মাটির সঙ্গে জুড়ে থাকতে তাঁর বাবাই সাহায্য করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed