তৃণমূল নেতার বাড়িতে মিলল প্রাণঘাতী তেজষ্ক্রিয় ‘ক্যালিফোর্নিয়াম’, এক গ্রামের দাম ১৭ কোটি, উদ্ধার DRDO-র নথি! – Bengali News | Chemical element californium found inside TMC leader;s house at Nakshalbari
নকশালবাড়ি: তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার এক প্রাণঘাতী তেজষ্ক্রিয় পদার্থ। দার্জিলিং-এর নকশালবাড়ির তৃণমূল নেতা ফ্রান্সিস এক্কার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ক্যালিফোর্নিয়াম নামে বহুমূল্য ওই তেজষ্ক্রিয় পদার্থ। এই রাসায়নিকের এক গ্রামের দাম ১৭ কোটি টাকা। পরমাণু চুল্লীর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয় এই রাসায়নিক। তৃণমূল নেতার বাড়িতে কীভাবে সেটা এল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
সবিস্তারে আসছে…