Chapped Lips: ঠোঁট ফাটা অতীত, শীতকালেও থাকবে গোলাপের মতো সুন্দর! কোন উপায়ে জানেন? – Bengali News | How to take care of chapped lips in winter
শীত ভাল করে না পড়লেও, ঠোঁট ফাটা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। শীতের মরসুমে পা ফাটার সঙ্গে সঙ্গেই নিয়মিত ঠোঁট ফাটার সমস্যাতেও ভোগেন অনেকেই। সেই ঠোঁট ফাটা এমন অবস্থায় পৌঁছয় যে সেখান থেকে রক্ত পর্যন্ত বেরোয়। তখন যতই বাজার চলতি পেট্রোলিয়াম জেলি লাগান না কেন, তাতে চট করে উপকার পাওয়া যায় না। তা ছাড়া ফাটা ঠোঁটের উপর পেট্রোলিয়াম জেলি লাগানো উচিত নয়। এতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু এমন কিছু ঘরোয়া টোটকা আছে যার মাধ্যমে কিন্তু সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
১। ঠোঁট ফাটার হাত থেকে বাঁচতে হলে ঠোঁটের আদ্রতা বজার রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর্দ্রতা ধরে রাখতে হলে মৃত কোষ সরিয়ে ফেলাটা প্রয়োজন। চিনি গুঁড়োর সঙ্গে মধু মিশিয়ে এক্সফোলিয়েট করতে পারেন। কাঠবাদামের সঙ্গে চিনি গুঁড়ো মিশিয়েও এক্সফোলিয়েট করতে পারেন।
২। বাইরে বেরোলে অনেকেই ঠোঁটে লিপস্টিক পরেন। কিন্তু বাড়িতে ফিরে এসে আর সেই লিপস্টিক তোলেন না। এই রকম হওয়া ভাল নয়। তাই বাড়ি ফিরে রাসায়নিক দেওয়া লিপস্টিক তুলতে অ্যালোভেরা রিমুভার ব্যবহার করতে পারেন।
এই খবরটিও পড়ুন
৩। শুষ্ক ঠোঁটের যত্ন নিতে হলে অতিরিক্ত ময়েশ্চারাইজার দেওয়া লিপস্টিক মাখুন। রাতে ঘুমোতে যাওয়ার সময়ে ভিটামিন ই বা শিয়া বাটার দেওয়া লিপ বাম লাগাতে পারেন।
৪। রাতে শুতে যাওয়ার সময় ঠোঁটের যত্ন নিতে ভুললে চলবে না। তাই রাতে শুতে যাওয়ার আগে মধুর সঙ্গে তিলের তেল মিশিয়ে সেই মিশ্রণ লাগিয়ে শুতে যান। এতে ঠোঁট আর্দ্র থাকে।