building collapsed in Entally: এন্টালিতে ভেঙে পড়ল পরিত্যক্ত বিল্ডিং, মৃত ২ – Bengali News | Part of a building collapsed in Entally, 2 died
House collapsed in Entally: দুর্ঘটনার পরই ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে একজন ওই বিল্ডিংয়ের কেয়ার টেকার ছিলেন। তাঁদের বাড়ি তপসিয়ায়।
ভেঙে পড়ে বিল্ডিংয়ের একাংশ
কলকাতা: এন্টালিতে ভেঙে পড়ল একটি পুরনো বিল্ডিং। মৃত্যু হয়েছে দুই জনের। মৃতদের নাম সাজিদুর রহমান ও মুজিবুর রহমান। তাঁরা সম্পর্কে দুই ভাই। ঘটনাস্থলে পৌঁছন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
দুর্ঘটনার পরই ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে সাজিদুর ওই বিল্ডিংয়ের কেয়ার টেকার ছিলেন। তাঁদের বাড়ি তপসিয়ায়। দুর্ঘটনার খবর পেয়েই এন্টালি পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, এই বিল্ডিংটি অনেক বছর ধরেই বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে বিল্ডিংটি ভাঙার কাজ শুরু হবে বলে তিনি জানান।