Acropolis Mall: ফের আগুন অ্যাক্রোপলিস মলে, ৫ মাস পরই ফিরল একই ছবি – Bengali News | Fire again at Acropolis mall again after 5 months, people scared
কলকাতা: ফের অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড। সোমবার সকালে মল খোলার সময়েই আগুন লাগে। বাইরে দাঁড় করিয়ে রাখা হয় কর্মীদের। তাঁদের জানানো হয়েছে যে ফুড কোর্টে আগুন লেগেছে। ধোঁয়াও বেরতে দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মাস পাঁচেক আগেই কসবার এই মলের ফুড কোর্টে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এবার ফের সেই একই ছবি।
সবিস্তারে আসছে…