PC Sarkar Junior: তিন মেয়েকে বিয়ে দিতে কাগজে বিজ্ঞাপন, পি সি সরকারের জামাই হতে কী গুণ থাকতে হবে? – Bengali News | Magician PC Sarkar junior is looking for grooms for his 3 daughters
কলকাতা: তিনি বিশ্ববিখ্যাত জাদুকর। তাঁর তিন কন্যা। তাঁরাও স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। কিন্তু, কোনও মেয়েই এখনও বিয়ে করেননি। এবার শ্বশুরমশাই হতে চাইছেন জাদুকর পি সি সরকার জুনিয়র। তিন মেয়ের জন্য পাত্র খোঁজা শুরু করেছেন। সংবাদ মাধ্যমে তিন মেয়ের জন্য রীতিমতো ‘পাত্র চাই’ বলে বিজ্ঞাপন দিয়েছেন পি সি সরকার জুনিয়র এবং তাঁর স্ত্রী জয়শ্রী সরকার। বিশ্ববিখ্যাত এই জাদুকরের বিজ্ঞাপন ঘিরে শোরগোল পড়েছে। বাবা-মায়ের এই বিজ্ঞাপন দেওয়ার অবশ্য বিরোধিতা করেননি তিন মেয়ে।
রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পি সি সরকার জুনিয়রের এই ‘পাত্র চাই’ বিজ্ঞাপন। বিজ্ঞাপনে লেখা, ‘জাদুশিল্পী পি সি সরকার জুনিয়র ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ৩৮-৪৫ সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চাই।’ যোগাযোগের জন্য ফোন নম্বরও দেওয়া রয়েছে।
পি সি সরকার জুনিয়রের বড় মেয়ে মানেকা সরকার। পেশায় তিনি জাদুকর। বাবার সঙ্গে ম্যাজিক দেখানো শুরু করেন। নিজেও শো করেন। বিশ্ববিখ্যাত এই জাদুকরের মেজ ও ছোটো মেয়ে মৌবনী ও মুমতাজ পেশায় অভিনেত্রী।
এই খবরটিও পড়ুন
বিশ্ববিখ্যাত জাদুকর বিজ্ঞাপন দিয়ে মেয়েদের জন্য পাত্র খুঁজছেন, এটা জানার পরই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে। পরে একটি সংবাদমাধ্যমকে পি সি সরকার জুনিয়র বলেন, “বিজ্ঞাপনটি সঠিক। তিন কন্যার বাবা হিসেবে পাত্র খুঁজছি। আমার পরিবারে বেশিরভাগ মানুষেরই কাগজে বিজ্ঞাপন দিয়ে বিয়ে হয়েছে। আমিও নাতি-নাতনির মুখ দেখতে চাই।” তবে এই নিয়ে প্রচার না চেয়ে তিনি সুপাত্র চান বলে স্পষ্ট করে দিলেন বিশ্ববিখ্যাত এই জাদুকর।