News 9 Global Summit: জার্মানিতে নিউজ-9-এর গ্লোবাল সামিটে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী - Bengali News | PM Narendra Modi will attend in the TV9 Group news 9 global conference, which will be held in Germany this year. - 24 Ghanta Bangla News

News 9 Global Summit: জার্মানিতে নিউজ-9-এর গ্লোবাল সামিটে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী – Bengali News | PM Narendra Modi will attend in the TV9 Group news 9 global conference, which will be held in Germany this year.

0

বিদেশের মাটিতে প্রথমবার কোনও ভারতীয় মিডিয়া আয়োজন চলেছে শীর্ষ সম্মেলনের। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর জার্মানির স্টুটগার্টের এমএইচপি অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে TV9 গ্রুপের নিউজ-9 গ্লোবাল সামিট। TV9 গ্রুপ আয়োজিত এই শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গেই উপস্থিত থাকবেন ৫০টি দেশের রাজনৈতিক নেতা, মন্ত্রী এবং প্রতিনিধিরা। ভারত-জার্মানির  ব্যবসায়ীক সম্পর্কের উন্নতি, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আলোচনা হবে আরও নানা বিষয় নিয়ে।

TV9 গ্রুপের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর বরুণ দাস এই বিষয়ে বলেন, “ভারতের কোনও মিডিয়া সংস্থা এই প্রথম এত বড় মাপে, ভারতের বাইরে তাঁদের শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। এই সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন ৫০ দেশের রাজনৈতিক নেতা, মন্ত্রী বা প্রতিনিধিরাও। আমাদের এই সম্মেলনে বিশ্বব্যাপী পরিচিত কয়েকজন বিজনেস আইকনকেও সম্মানিত করা হবে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed