‘পুষ্পা ২’র ঝড়ের মুখোমুখি নয়, ময়দান ছাড়ছেন ভিকি? - 24 Ghanta Bangla News

‘পুষ্পা ২’র ঝড়ের মুখোমুখি নয়, ময়দান ছাড়ছেন ভিকি?

0

‘পুষ্পা ২’র ঝড়ের মুখোমুখি নয়, ময়দান ছাড়ছেন ভিকি?

৫ ডিসেম্বর, মুক্তি পেতে চলেছে আল্লু অর্জুন অভিনীত বহু প্রতিক্ষীত ছবি পুষ্পা ২। যে ছবি প্রথম দিনেই ২৫০ কোটির বেশি ঘরে তুলবে বলে অনুমান সিনেবিশেষজ্ঞদের। ফলে এই ছবির সঙ্গে টক্করে নামা মানেই বিপত্তি। সারা দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে এই ছবি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রেক্ষাগৃহ বুকিং-এর কাজ। কিছুদিন আগেই এই ছবি মুক্তির দিন স্থির করা হয়। তবে বহু আগে থেকেই স্থির ছিল ৬ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ভিকি কৌশলের ছবি ‘ছাভা’। ফলে অনেকেই আশঙ্কা করেছিলেন পুষ্পা ঝড়ে এই ছবি খুব একটা ভাল আয় করতে পারবে না হয়তো। যদিও এই ছবিও বেশ ভাল হতে চলেছে বলে অনুমান। ছত্রপতি শিবাজী চরিত্র নির্ভর এই ছবির ট্রেলার থেকে টিজার দর্শক মনে জায়গা করেছে।

তবে বেশ কিছু বছর ধরে ছবি মুক্তির ক্ষেত্রে অনেকটা সচেতন হয়ে সিদ্ধান্ত নিচ্ছে সিনেপাড়া। অনেকেই ছবির ব্যবসার কথা ভেবে মুক্তির তারিখ পাল্টে ফেলছেন শেষ মুহূর্তে। এবারেও সেই একই ছবি দেখা দিল। পুষ্পা ২ মুক্তির একদিনের মাথায় আর মুক্তি পাচ্ছে না ভিকি কৌশলের ছবি।

ছবি মুক্তির দিন বদলে গেলেও নতুন কোনও তারিখ এখনও পর্যন্ত সামনে আসেনি। শোনা যাচ্ছে ডিসেম্বরের শেষে কিংবা ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই ছবি। ছবি মুক্তির এখনও ২৬ দিন বাকি। এর মধ্যেই এই ছবি নিয়ে হাইপ তুঙ্গে। তৈরি আল্লু অর্জুনের আর্মিরা। আগামী ১৫ নভেম্বর পটনায় অনুষ্ঠিত হতে চলেছে এই ছবির ট্রেলার রিলিজ ইভেন্ট। এরই মধ্যে সুখবর শোনাল পুষ্পা টিম। ছবির প্রচারের জন্য সাবার ভারত ঘুরতে চলেছে এই টিম। ভারতের সাতটি মেট্রো সিটিতে হতে উঠতে চলেছে পুষ্পা ঝড়। হাজির থাকবেন খোদ আল্লু অর্জুন। আর সাত শহরের মধ্যে জায়গা করে নিয়েছে কলকাতাও। বাকি শহরগুলি টনা, কোচি, চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দরাবাদ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed