নীলাঞ্জনার সঙ্গে সমস্যার জের!দুই মেয়ের জন্মদিনের সময় কোথায় কাটালেন যিশু? - Bengali News | Jisshu Sengupta haven't seen in daughters birthday celebration - 24 Ghanta Bangla News

নীলাঞ্জনার সঙ্গে সমস্যার জের!দুই মেয়ের জন্মদিনের সময় কোথায় কাটালেন যিশু? – Bengali News | Jisshu Sengupta haven’t seen in daughters birthday celebration

0

একই মাসে দুই বোনের জন্মদিন। নভেম্বর মাসে পর পরই তাঁদের জন্মদিন। কথা হচ্ছে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার দুই মেয়ে সারা সেনগুপ্ত এবং জারা সেনগুপ্তর। ৯ নভেম্বর ছিল ছোট মেয়ে জারার জন্মদিন। আর সোমবার, ১১ নভেম্বর বড় মেয়ে সারার জন্মদিন। দুই মেয়ের জন্মদিনই ধুমধাম করে পালন করেছেন মা নীলাঞ্জনা।

কিন্তু দুই মেয়ের ‘বার্থডে সেলিব্রেশন’-এ একদিনও দেখা গেল না বাবা যিশুকে। তার পর আরও জোড়াল হয়েছে আলোচনা। সত্যিই কি তাহলে বিবাহবিচ্ছেদ হচ্ছে যিশু-নীলাঞ্জনার? তুঙ্গে আলোচনা। আকারে-ইঙ্গিতে বোঝা গিয়েছে অনেক কিছুই কিন্তু আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এখনও কিছু ঘোষণা করেননি তাঁরা। বরং এই প্রসঙ্গ এড়িয়ে যাওয়ারই চেষ্টা করছেন তাঁরা। তবে শোনা যাচ্ছে অনেক দিন হল মেয়ে এবং স্ত্রীয়ের সঙ্গে থাকছেন না যিশু। তিনি নাকি আলাদাই রয়েছেন।

গত কয়েক দিন ধরে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন নীলাঞ্জনা। একদিকে যখন দুই মেয়ের জন্মদিন সেলিব্রেশনে মত্ত তিনি তখন যিশু কী করছেন? ভাইরাল নায়কের ভিডিয়ো। তাঁকে দেখা পরনে কালো পোশাক। স্টেজে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। স্টেজের সামনে থিকথিক করছে ভিড়। সামনে শুধুই মাথা দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে নিশ্চয়ই গ্রামে কোনও শো করতে গিয়েছেন নায়ক। সেখানে যিশুকে দেখার জন্য উপচে পড়ছে ভিড়। মেয়ের জন্মদিনে যে শহর থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি সেটা বোঝা গেল। নীলাঞ্জনার সঙ্গে সমস্যার জেরেই কি মেয়েদের জন্মদিনে থাকলেন না অভিনেতা? উঠছে নানা প্রশ্ন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed