‘নীলাঞ্জনকে বিয়ে করলেও আমি অরিজিতকেই…’ মুখ থেকে বেরিয়ে পড়ল ইমনের – Bengali News | Iman Chakraborty opens up about her love for Arijit Singh
প্রেমজীবন নিয়ে কখনওই গোপনীয়তাকে প্রশ্রয় দেননি গায়িকা ইমন চক্রবর্তী। শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রেম নিয়ে বরাবরই ছিলেন ‘ভোকাল’। এবার অরিজিৎ সিংয়ের প্রতি ‘দুর্বলতা’ নিয়েও অকপট তিনি। হলেনই বা বিবাহিত, তাতে কী? সাক্ষাৎকারে ইমন সাফ জানাচ্ছেন, অরিজিৎকে তিনি ভালবাসেন। কোটি কোটি টাকার মালিক হয়েও মাটির মানুষ অরিজিৎ সিং। সাদামাঠা জীবন, জিয়াগঞ্জের রাস্তায় স্কুটি চেপে ঘোরা তাঁকে করে তুলেছে খানিক আলাদা। বলে রাখা ভাল অরিজিত্ নিজেও বিবাহিত। তাঁর দুই ছেলেও আছে। আর এ সবেই মন মজেছে জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমন বলেন, “জানি না প্রকাশ্যে আমার এ কথা বলা ঠিক হবে কিনা তবু বলেই ফেলি। আমি সব সময় বাবাকে বলতাম বিয়ে করলে অরিজিতের মতো মানুষকেই বিয়ে করব। ওই মানুষটাকে আমি ভালবাসি। নীলাঞ্জনের সঙ্গেও আমার যখন বিয়ে হয় তখন স্পষ্ট বলে দিয়েছিলাম, আমি ভালবাসি অরিজিতকে কিন্তু বিয়ে করছি তোমায়।” না, নীলাঞ্জন এ কথায় মোটেও রেগে যাননি। মজার ব্যাপার এ খবর অজানা নয় স্বামী নীলাঞ্জন ঘোষেরও।
স্ত্রী যাই বলুন না কেন, তিন বছর ধরে সেই একসুতোয় বাঁধা পড়ে রয়েছেন দু’জনের। মিউজিক ট্যুর থেকে শুরু করে ভ্রমণ– মাঝেমধ্যেই তাঁদের একান্তযাপনের ছবি ভাগ করে নেন সামাজিক মাধ্যমের পাতায়। ২০২১ সালে ভালবেসেই বিয়ে করেন দু’জনে। ইমন নিজেই জানিয়েছিলেন, তিনি যতটা চনমনে, নীলাঞ্জন খানিক ‘রিসার্ভ’। তবে ভালবাসা কবেই বা এইসব হিসেব মেনে হয়েছে বলুন তো? অরিজিৎ সিং ইমনের কাছে ‘বিরিয়ানি’ হলেও নীলাঞ্জন তাঁর ‘ডালভাত’– তাঁর নিত্যদিনের অভ্যেস। আর এই দু’টোর ফারাক ভালভাবেই করতে পারেন গায়িকা, ঘনিষ্ঠরা যে সে কথাই বলে বারংবার।