‘প্রতি রাতে তোমার সঙ্গে দেখা হয়’, জন্মদিনে তাপস পালকে খোলাচিঠি স্ত্রীর – Bengali News | Tapas pauls wife nandini paul wrote and open letter on his birthday
জন্মদিনে তাপস পালকে খোলাচিঠি স্ত্রীর
বছর কয়েক আগে ফেব্রুয়ারির এক অভিশপ্ত দিনে আচমকাই মৃত্যু হয়েছিল তাপস পালের। তাঁর মৃত্যুতে উঠেছিল চিকিৎসার গাফিলতির অভিযোগ। তিনি চলে গিয়েছেন। তবে রেখে গিয়েছেন স্ত্রী নন্দিনী ও মেয়ে সোহিনীকে। আজ অর্থাৎ রবিবার তাঁর জন্মদিন। আমজনতার স্মৃতি ফিকে হলেও পরিবার ভুলে যায়নি তাঁকে। ভুলে যায়নি কাটানো প্রতিটা দিন। আর এই বিশেষ দিনেই তাঁকে খোলাচিঠি স্ত্রীর। যা দেখে চোখ দ্রব হয়ে উঠবেই আপনার, চোখের কোণেও জমবে মেঘ।
যা লিখেছেন নন্দিনী মুখোপাধ্যায় পাল তা তুলে ধরা হল…
“মনে হয় এই তো সেদিনের কথা, তবে ক্যালেন্ডার বলে পাঁচ বছর হয়ে গেল আমি তোমাকে দেখিনি। খুব বাজেভাবে মিস করি তোমায়। তোমায় ছাড়া জীবনটা আর আগের মতো নেই। তবে সময় তো আর থেমে থাকা যায় না। এই বিশ্বের ছন্দ মেনে আমাদের এগিয়ে যেতে হয়। অদ্ভুত এক অসহায় অবস্থা। তবে তুমি আমার জীবনের আলো, এভাবেই আলোকিত হতে থাকো সব সময়। তোমার আত্মা হয়তো চলে গিয়েছে, তবে তোমার শরীরের অংশ আমার মধ্যেই রয়েছে। সেই কারণে আজও আমি দাঁড়িয়ে আছি। আমাদের মেয়ের হাত ধরে নানা ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছি। এমন এক দিনও নেই যেখানে আমি তোমাকে উদযাপন করি না। তবে আজকের দিনটা একটু বেশিই স্পেশ্যাল। তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষেরাই রয়েছেন। তাদের হাসিমাখা মুখগুলো দেখতে পাচ্ছ তুমি। ভাল থেকো ওই মেঘ-তারাদের দেশে। প্রতি রাতে তোমার সঙ্গে এভাবেই দেখা করতে থাকব… আকাশে ওঠা সবচেয়ে উজ্জ্বল ওই তারাটা তো তুমিই তা তো আমি জানি। আমার শক্তি হওয়ার জন্য তোমায় ধন্যবাদ। হ্যাপি বার্থডে হাসব্যান্ড, প্রণাম নিও…”