Musheer Khan: পথ দুর্ঘটনার কবলে মুশির খান, ইরানি কাপ-রঞ্জি ট্রফিতে খেলা নিয়ে সংশয় – Bengali News | Musheer Khan suffers fracture in road accident, he set to miss Irani Cup and the initial phase of the Ranji trophy
Musheer Khan: পথ দুর্ঘটনার কবলে মুশির খান, ইরানি কাপ-রঞ্জি ট্রফিতে খেলা নিয়ে সংশয়Image Credit source: X
কলকাতা: শনি-সকালে ভারতীয় ক্রিকেট মহলে খারাপ খবর। পথ দুর্ঘটনার কবলে মুম্বইয়ের তরুণ তুর্কি মুশির খান। কানপুর থেকে লখনউ যাওয়ার পথে তিনি দুর্ঘটনার মুখোমুখি হন। তাঁর চোট সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁর ফ্র্যাকচার হয়েছে। যার ফলে তিনি আসন্ন ইরানি কাপে খেলতে পারবেন না।
বিস্তারিত আসছে…