অভিষেকের সঙ্গে ডিভোর্স হচ্ছে! আরাধ্যার সামনেই ঐশ্বর্য বললেন… – Bengali News | Amid divorce rumour Aishwarya Rai Bachchan finally breaks the silence
তাঁদের সংসার নাকি ভাঙনের মুখে। বচ্চন পরিবারের সাংসারিক অশান্তি নিয়ে কম আলোচনা চলছে না। শোনা যাচ্ছে, ননদ শ্বেতা বচ্চনের নামে বাংলো লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন। তার জন্যই নাকি গোঁসা হয়েছে বৌমা ঐশ্বর্য রাই বচ্চনের। তাই নাকি অভিষেক বচ্চনের সঙ্গে একেবারেই বনিবনা হচ্ছে না রাইসুন্দরীর। মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা নিজের ফ্ল্যাটে থাকছেন তিনি। তার পর থেকে ঐশ্বর্য এবং অভিষেকের ডিভোর্সের জল্পনা জারি।
তার মধ্যে অনেক অনুষ্ঠানেই শুধু মা-মেয়েকেই দেখা গিয়েছে। সম্প্রতি আইফা অ্যাওয়ার্ডেও মা-মেয়েকে হাত ধরাধরি করে দেখা গেল। অভিষেকের সঙ্গে বিচ্ছেদের আলোচনার মাঝে প্রথম বার মুখ খুললেন অভিনেত্রী। মেয়ে আরাধ্য়ার সামনেই কথা বললেন সকলের সঙ্গে। সবার প্রশ্নের হেসে জবাব দিচ্ছিলেন রাইসুন্দরী। তাঁকে হাতের নাগালে পেতেই নানা রকম প্রশ্ন ধেয়ে আসতে থাকে। সকলের প্রশ্নের হেসে হেসে জবাব দিয়েছেন ঐশ্বর্য।
এক জন তাঁকে প্রশ্ন করেন, কেন আরাধ্যা সর্বদা সর্বত্র তার সাথে থাকে। নায়িকা বলেন, ‘ও আমার মেয়ে। ও আমার সঙ্গে সব জায়গায় যায়’। ওই মহিলা সাংবাদিক আরও বলেন, ‘আরাধ্যা ইতিমধ্যেই সেরাটা শিখছে আপনার থেকে…’। পাল্টা ঐশ্বর্য একহাত মুঠো করে শূন্যে তুলে জানান, তাঁর মেয়ে সেরা। নিজের গুরু মণিরত্নমকে নিয়েও কথা বলেন তিনি। উল্লেখ্য, সপ্তাহের শুরুতে মেয়েকে নিয়ে প্যারিসে গিয়েছিলেন অভিনেত্রী। প্যারিস ফ্যাশন উইকে লাল ড্রেসে হাঁটতে দেখা গিয়েছে সুন্দরীকের কিন্তু প্যারিস হোক বা আইফার অনুষ্ঠান কোথাও অভিষেককে দেখা যায়নি নায়িকার পাশে। ফলে তাঁদের ডিভোর্সের আলোচনা যেন আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে।