Pitru Paksha 2024: মহালয়ার আগে পিতৃপক্ষের সময় কোন কাজগুলো একেবারেই করা চলবে না? - Bengali News | Pitru Paksha 2024: Don'ts to follow during Shradh Paksha - 24 Ghanta Bangla News

Pitru Paksha 2024: মহালয়ার আগে পিতৃপক্ষের সময় কোন কাজগুলো একেবারেই করা চলবে না? – Bengali News | Pitru Paksha 2024: Don’ts to follow during Shradh Paksha

0

পিতৃপক্ষ ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। হিন্দুধর্ম অনুসারে, পিতৃপক্ষ পূর্বপূরুষের তর্পণের জন্য এক বিশেষ সময়। পিতৃপক্ষের শেষ হয় মহালয়ার দিন। এই পিতৃপক্ষে পূর্বপুরুষদের শ্রাদ্ধ , তর্পণ ও পিণ্ডদান করার মতো কাজগুলি করা হয়। এই সময় তাঁদের উদ্দেশ্যে বেশ কিছু অর্পণ করা হলে তাঁরা আশীর্বাদ প্রদান করেন। পাশাপাশি পূর্বপুরুষদের আত্মা শান্তি পায়। তাই পিতৃপক্ষ চলাকালীন কিছু কাজ একেবারেই করা উচিত নয়।

১) পিতৃপক্ষের সময় চুল, দাড়ি, গোঁফ বা নখ কাটবেন না। পিতৃপক্ষ চলাকালীন যে ব্যক্তি পূর্বপুরুষদের নৈবেদ্য নিবেদন করেন এবং শ্রাদ্ধ তিথির দিন শ্রাদ্ধকর্ম করেন, তাঁদের চুল, দাড়ি, নখ কাটা উচিত নয়।

২) পিতৃপক্ষের সময় খাওয়া-দাওয়া নিয়েও সচেতন থাকতে হবে। এই সময় রসুন, পেঁয়াজ, বেগুন, মসুর ডাল, চানা, কালো জিরে, গোলমরিচ, কালো সর্ষে খাবেন না। আমিষ খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন। পিতৃপক্ষের সময় সাত্ত্বিক খাবার খান।

৩) পিতৃপক্ষের সময় কোনও নতুন জিনিস কিনবেন না। নতুন জামা-জুতো, বাড়ি-গাড়ি, গহনা কিংবা অন্য কোনও জিনিস কিনবেন না।

৪) পিতৃপক্ষ চলাকালীন শুভ কাজ করা থেকে বিরত থাকুন। পৈতে, বিবাহের মতো শুভ কাজ করা উচিত নয়। এমনকি জন্মদিনও পালন করা উচিত নয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed