Balurghat: টানা ১০ মাস বেতন পাচ্ছেন না শিক্ষক-শিক্ষিরা, কিন্তু কেন? বাধ্য হয়ে রাস্তায় - Bengali News | Teachers of the Rajbanshi language of the district are fuming with anger after the pay has stopped for 10 months - 24 Ghanta Bangla News

Balurghat: টানা ১০ মাস বেতন পাচ্ছেন না শিক্ষক-শিক্ষিরা, কিন্তু কেন? বাধ্য হয়ে রাস্তায় – Bengali News | Teachers of the Rajbanshi language of the district are fuming with anger after the pay has stopped for 10 months

0

আন্দোলনে শিক্ষক-শিক্ষিকারা Image Credit source: TV 9 Bangla

বালুরঘাট: দীর্ঘ ১০ মাস ধরে বেতন বন্ধ। তাতেই ক্ষোভে ফুঁসছেন জেলার রাজবংশী ভাষার শিক্ষক-শিক্ষিকারা। বকেয়া বেতন দেওয়ার দাবিতে শুক্রবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে গণ অবস্থান করে ‘দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’। এদিন বালুরঘাট শহরে মিছিল করে এসে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হন সংগঠনের সদস্যরা। অবস্থান যে হতে চলেছে সেই খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে। সে কারণেই বিশৃঙ্খলা এড়াতে প্রচুর পুলিশও মোতায়েন ছিল বালুরঘাট ডিএম অফিস চত্বরে।

জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় ১৬ টি স্কুলে রাজবংশী ভাষায় পঠনপাঠনের জন্য ৪৩ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হয় গত ডিসেম্বর মাসে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ ১০ মাস হয়ে গেলেও, এখনও পর্যন্ত বেতন পাননি ওই সমস্ত শিক্ষক-শিক্ষিকারা। বকেয়া বেতনের দাবিতে এদিন দি গ্রেটার কোচবিহার পিপল’স অ্যাসোসিয়েশনের ব্যানারে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দপতরের সামনে গণ অবস্থান এবং পরবর্তীতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করা হয়। দ্রুত অবস্থার বদল না হলে তাঁরা আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। 

দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ বর্মন বলেন, “সরকারি অনুমোদন তো আছে। তারপরেও মাইনে আসছে না। দীর্ঘ দশ মাস হয়ে গেলেও কোনও বেতন কেউ পাচ্ছে না। উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিচার, জলপাইগুড়িতে কিন্তু বেতন টাইমে হয়। কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলায় ছবিটা আলাদা। কেন এখানকার রাজবংশী ভাষার শিক্ষক শিক্ষিকারা বেতন পাবেন না সেটাই আমাদের প্রশ্ন!” 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed