HC On Medical College: 'এক জন মহিলা চিকিৎসককে তাঁর বাবা ছুরি দিয়ে পাঠাচ্ছেন!' মেডিক্যাল কলেজগুলোর অবস্থায় উদ্বিগ্ন প্রধান বিচারপতি - Bengali News | Hc on medical college High Court concerned about safety of women doctors in medical college - 24 Ghanta Bangla News

HC On Medical College: ‘এক জন মহিলা চিকিৎসককে তাঁর বাবা ছুরি দিয়ে পাঠাচ্ছেন!’ মেডিক্যাল কলেজগুলোর অবস্থায় উদ্বিগ্ন প্রধান বিচারপতি – Bengali News | Hc on medical college High Court concerned about safety of women doctors in medical college

0

কলকাতা: ‘একটি অভিযোগেরও সত্যতা থাকলে, সেটা অত্যন্ত গুরুতর।’ রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে ওঠা ” থ্রেট কালচার” এবং ‘উত্তরবঙ্গ লবি’ র প্রভাব নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএম শিবজ্ঞানম। মেডিক্যাল কলেজে পরীক্ষায় প্রশ্নপত্র বিক্রি, বদলি, টুকল-সহ একাধিক অভিযোগ ওঠে। সেই অভিযোগের বিষয়গুলো উল্লেখ করে চিকিৎসক অর্চিস্মান ভট্টাচার্য ও এক সমাজকর্মী জনস্বার্থ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি ছিল।

শুনানি চলাকালীন প্রধান বিচারপতির পর্যবেক্ষণ,  এই মামলায় রাজ্যের অ্যাডভোকেট  জেনারেলের উপস্থিত থাকা প্রয়োজন। অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের হলফনামা তলব করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, “উত্তরবঙ্গের মেডিক্যাল কলেজের এক প্রিন্সিপালের রিপোর্টেও এই থ্রেট কালচারের উল্লেখ রয়েছে। চারজনের বিরুদ্ধে পদক্ষেপও করা হয়েছে বলে দেখা যাচ্ছে।”

এই খবরটিও পড়ুন

রাজ্যের মেডিক্যাল কলেজগুলোর পরিস্থিতি বলতে গিয়ে উদ্বেগ প্রকাশ করেন খোদ প্রধান বিচারপতি। তিনি বলেন, “একজন মহিলা চিকিৎসক বলছেন, যে তাঁকে তাঁর বাবা নিরাপত্তার জন্য ছুরি দিয়েছেন! আরেক মহিলা চিকিৎসক বলছেন, যে তিনি পেপার স্প্রে সঙ্গে নিয়ে কর্মক্ষেত্রে যান।” গোটা বিষয়টিতে বিস্মিত প্রধান বিচারপতি।  তিনি মন্তব্য করেন, “হাসপাতালের ৬০ শতাংশ মহিলা চিকিৎসক বিভিন্ন ভাবে দুর্ব্যবহারের শিকার হন।” আগামী ২১ শে নভেম্বর পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজগুলোতে ‘থ্রেট কালচারের’ অভিযোগ মাথাচাড়া দিয়ে ওঠে। প্রভাবশালী একাধিক ক্ষেত্রে প্রভাব খাটিয়ে, চাপ তৈরি করে বেনিয়ম করতেন বলে অভিযোগ ওঠে। সরব হয় বিরোধী চিকিৎসক সংগঠনগুলোও। প্রসঙ্গত, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূর। হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশও দিয়েছেন। গত শুনানিতে সুপ্রিম কোর্টে এই নিয়ে বিস্তর সওয়াল জবাবও হয়। এবার হাইকোর্টও ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x