মেকআপ প্রায় নেই,গায়ে লেপ্টে শাড়ি, বৃষ্টির মধ্যে কী অবস্থা হল কৌশানীর? – Bengali News | Koushani Mukherjee waa seen dancing in the rain during her movie promotion
পরনে মেরুন রঙের শিফন শাড়ি। সেই সঙ্গে মানানসই স্লিভলেস ব্লাউজ আর গয়না। বুধবার রাতে এক অন্য অবতারে ধরা দিলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৃষ্টি বাদল। এ দিনও আকাশ ছিল ঘনঘটা। সেই বৃষ্টির মধ্য়েই নিজের ছবির প্রচারে মজলেন নায়িকা। দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় পরিচালিত ছবি ‘বহুরূপী’। চুটিয়ে ছবির প্রচার চালাচ্ছেন অভিনেত্রী।
তাই বৃষ্টি আবহাওয়ার পরিবর্তন কোনও কিছুই মানলেন না। এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে রয়েছে নায়িকার ছবির নতুন মুক্তিপ্রাপ্ত গান ‘ডাকাতিয়া বাঁশির তালে।’ এ দিন রাস্তার মাঝে ছবির গানের তালে নেচে উঠলেন নায়িকা। ছবিতে দেখা গিয়েছে পুরো ভিজে চপচপে অবস্থা অভিনেত্রীর। মেকআপ, গয়নার কোনও ঠিক নেই। তার মধ্য়েই সকলের সঙ্গে নৃত্যপরিবেশনা করলেন অভিনেত্রী। কৌশানীকে দেখে রীতিমতো মুগ্ধ তাঁর অনুরাগীরা।
উল্লেখ্য়, এই মুহূর্তে অভিনেত্রী ঝুঁকেছেন একটু অন্য ধরনের কাজের দিকে। রাজ চক্রবর্তী ‘আবার প্রলয়’ সিরিজে অভিনয়ের পর থেকেই তাঁর মধ্য়ে এই পরিবর্তন দেখা গিয়েছে। একটু অন্য ধরনের চরিত্রের দিকে ঝুঁকেছেন নায়িকা। অনেক দিন হয়ে গেল তথাকথিত ‘মশলা’ ছবিতে দেখাও যায়নি তাঁকে। নায়িকাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখে দর্শকেরও ভাল লাগছে। ‘বহুরূপী’ ছবিতে প্রথমবার নায়িকাকে দেখা যাবে শিবপ্রসাদের বিপরীতে। এছাড়াও দেখা যাবে আবীর চট্টোপাধ্য়ায়-সহ আরও অনেককে। এই নতুন ছবি পুজোয় কতটা নজর কাড়ে সেটাই দেখার।