High Court: 'বোঝা যাচ্ছে, কলিযুগ এসে গিয়েছে', সত্তরোর্ধ্ব দম্পত্তির খোরপোষের মামলা শুনে অবাক বিচারপতি - Bengali News | High court says, kaliyug has come after hearing case of alimony - 24 Ghanta Bangla News

High Court: ‘বোঝা যাচ্ছে, কলিযুগ এসে গিয়েছে’, সত্তরোর্ধ্ব দম্পত্তির খোরপোষের মামলা শুনে অবাক বিচারপতি – Bengali News | High court says, kaliyug has come after hearing case of alimony

0

এলাহবাদ: বিচ্ছেদের মামলা যে দেশ জুড়ে ক্রমশ বেড়ে চলেছে, সেই তথ্য সামনে আসছে বিভিন্ন সূত্র থেকে। মনোবিদরা বলছেন, বর্তমান প্রজন্মের মধ্যে মানিয়ে নেওয়ার প্রবণতা কম বলেই হয়ত তাঁরা নিজেদের পথ আলাদা করে ফেলাই শ্রেয় বলে মনে করছেন। কিন্তু তাই বলে ৭০-৮০ বছর বয়সেও বিচ্ছেদের লড়াই! এমন মামলা শুনে স্তম্ভিত আদালত।

মঙ্গলবার এলাহবাদ হাইকোর্টে ছিল এমনই একটি মামলার শুনানি। খোরপোষ নিয়ে লড়াই চলছে এক বৃদ্ধ দম্পতির মধ্যে। স্বামীর বয়স ৮০, স্ত্রীর বয়স ৭৫। নিম্ন আদালত স্ত্রীকে খোরপোষ দেওয়ার নির্দেশ দেওয়ার পর, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা গিয়েছে উচ্চ আদালতে।

এলাহবাদ হাইকোর্টে হওয়া ওই মামলাটি করেছেন ৮০ বছরের মুনেশ কুমার গুপ্তা। তাঁর স্ত্রী চান, তাঁকে ১৫,০০০ টাকা খোরপোষ দেওয়া হোক মাসে মাসে। এদিকে, মুনেশ গুপ্তার দাবি, তাঁর মাসিক পেনশন ৩৫,০০০ টাকা। এই মামলায় নিম্ন আদালত নির্দেশ দিয়েছিল, মাসে মাসে ৫০০০ টাকা করে খোরপোষ দিতে হবে।

এই খবরটিও পড়ুন

এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন মুনেশ কুমার গুপ্তা। বিচারপতি সৌরভ শ্যাম শামসেরির বেঞ্চে ছিল মামলা। জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে এই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি সংক্রান্ত একটি মামলা চলছিল। সেই সমস্যার সমাধান না হওয়ায়, তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নেন।

তবে এই বয়সে খোরপোষ নিয়ে এমন মামলা শুনে বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, এই ধরনের আইনি লড়াই উদ্বেগের বিষয়। এটা বুঝিয়ে দিচ্ছে, কলিযুগ এসে গিয়েছে। হাইকোর্ট মামলাকারীর স্ত্রীকে একটি নোটিস দিয়েছে ও জানিয়েছে, আদালত আশা করছে যে পরবর্তী শুনানির আগে এই দম্পতি নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে ফেলবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed