Alipurduar: হাইভোল্টেজ টাওয়ারে উঠে গেল যুবক, হুলুস্থুলকাণ্ড – Bengali News | Alipurduar: The young man climbed the high voltage tower
হাইভোল্টেজ টাওয়ারে উঠলেন যুবক!Image Credit source: TV9 Bangla
আলিপুরদুয়ার: হাই ভোল্টেজ বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়ল এক যুবক। আর তাতেই শোরগোল ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওমালি এলাকায়। ওই বৈদ্যুতিক টাওয়ার থেকে তাঁকে নামাতে কালঘাম ছুটে গেল পুলিশের। প্রায় দু’ঘণ্টা পর অবশেষে টাওয়ার থেকে নামলেন কীর্তিমান। যুবককে দেখতে ভিড় জমল এলাকায়। তবে বড়সড় দুর্ঘটনা যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারত। নিরাপদে নামানো গিয়েছে সেই যুবককে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে বিদ্যুতের টাওয়ারে হটাৎ উঠে পড়ে বিপ্লব রায় নামের ওই যুবক। এই খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যুবককে দেখে স্থানীয় বাসিন্দারা নীচ থেকে অনুরোধ করতে থাকে তাঁকে নেমে আসার জন্য। কিন্তু যুবক কোনওমতেই সেই টাওয়ার থেকে নেমে আসার কোনও চেষ্টাই করেননি। বাধ্য হয়ে জটেশ্বর পুলিশ ফাঁড়িতে খবর দেন এলাকার বাসিন্দারা।
এদিকে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও ফালাকাটা দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবকে নীচে নামার কথা বলে। বেশ কিছুক্ষণের চেষ্টার পর অবশেষ ওই যুবক নীচে নেমে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন নিজের মর্জিতেই ওই যুবক বৈদ্যুতিক পোস্টে উঠে পড়ে। বিপজ্জনক অবস্থায় ওই যুবক উপরে উঠে ঝুলতে থাকে। স্থানীয় বাসিন্দারা প্রথমে অনুমান করেন, ওই যুবক কোনওভাবে মানসিক বিকারগ্রস্ত। সে কারনেই ওই যুবক বিপদ জেনেও বৈদ্যুতিক পোস্টের উপর উঠে পড়েছেন। এরপর থেকে ক্রমাগত তাঁকে নীচে নেমে আসার জন্য অনুরোধ করা হয়। কিন্তু ওই যুবক কিছুতেই নীচে নামতে চাননি। পরে জটেশ্বর ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্বস্তি পান এলাকাবাসীও।