Sandip Ghosh: তিলোত্তমা-কাণ্ডে এবার খোলা হবে CFSL রিপোর্ট, নারকো টেস্ট নিয়ে আজও মিলল না জবাব – Bengali News | Sandip Ghosh case hearing in 2 courts, CBI plea on narco test
কলকাতা: তিলোত্তমা-মামলায় এবার এল সিএফএসএল রিপোর্ট। সেই রিপোর্ট খোলার অনুমতি দিল আদালত। অন্যদিকে, সন্দীপ ঘোষের নারকো অ্যানালাসিস টেস্টের অনুমোদন নেওয়ার দিন পিছিয়ে গেল। সোমবার আলিপুর কোর্টে ছিল সন্দীপ ঘোষের দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি। অন্যদিকে, শিয়ালদহ কোর্টে ছিল তিলোত্তমা-মামলার শুনানি।
আরজি করের ঘটনাস্থলের নমুনা সংক্রান্ত সিএফএসএল রিপোর্ট সিবিআই দফতরে এসে পৌঁছেছে ইতিমধ্যেই। এদিন আদালতে সে কথা জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। রিপোর্ট খোলার জন্য আদালতে আবেদন করে সিবিআই। নিয়ম অনুযায়ী, সাক্ষীদের উপস্থিতিতে রিপোর্ট খোলাই নিয়ম।
অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট ও সন্দীপ ঘোষের নারকো টেস্টের অনুমতি নেওয়ার দিন ছিল সোমবার। সেই দিন পিছনোর আবেদন সিবিআই-এর। শিয়ালদহ আদালতে আবেদন জানানো হয় এদিন। সিএফএসএল এক্সপার্ট অন্য মামলায় ব্যস্ত থাকায় ২৫ সেপ্টেম্বর নেওয়া হোক মতামত, এমনটাই আবেদন জানায় সিবিআই। সেই আর্জি মেনে নিয়েছে আদালত। আগামী ২৫ সেপ্টেম্বর এই অনুমতি নেওয়া হবে।
সিবিআই এদিন আদালতে জানায়, সন্দীপরা প্রভাবশালী। ডিজিটাল ডেটা ক্লোন করতে দেওয়া হয়েছে। তাই তদন্তের স্বার্থে তাদের ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হোক। ধৃত সন্দীপ ঘোষ-সহ চারজনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আলিপুর বিশেষ সিবিআই আদালত।
সিবিআই-এর আইনজীবী আদালতে জানান, ১৪ অগস্ট ঘটনাস্থল থেকে নতুন বেশ কিছু নমুনা বাজেয়াপ্ত করেছে। সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর আবেদনও জানিয়েছে আদালত।